ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নোয়াখালীতে বন্যার্তদের সহযোগিতায় হেল্পলাইন চালু করলো ছাত্রশিবির Logo এডমিট কার্ডে একাধিক বিষয়ে ভুল, আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের ২৮৬ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত Logo দোহারে ডাকাতির মামলার ০৪ জন আসামী গ্রেফতার Logo গোবিন্দগঞ্জে গভীর রাতে যৌথ অভিযানে ১০ জুয়াড়ি আটক Logo অনুপ্রবেশের দায়ে আওয়ামী লীগ নেতা পশ্চিমবঙ্গে গ্রেফতার Logo ফেনীতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা Logo ফাঁস হওয়া অডিওতে হাসিনার গুলি চালানোর নির্দেশের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি Logo মুহুরী নদীর বাঁধ ভেঙে ১৫টি গ্রাম প্লাবিত,প্রস্তুত ১৩১ আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম Logo চবি ছাত্রশিবিরের নতুন নেতৃত্বে মোহাম্মদ আলী,পারভেজ Logo সাটুরিয়ায় গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতাদের ছিনিয়ে নিতে এসে আরো ৪ জন গ্রেফতার

বিদায় নিচ্ছেন বাংলাদেশ পেস বোলিং কোচ ডোনাল্ড

বিদায় নিচ্ছেন বাংলাদেশ পেস বোলিং কোচ ডোনাল্ড

গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চাকরি ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন অ্যালান ডোনাল্ড। কারণ হিসেবে দেখিয়েছেন—পরিবারকে আরো বেশি সময় দিতে চান তিনি। বাংলাদেশে থাকায় পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ে। তাই সেই দূরত্ব কমাতে চান। তবে ইতোমধ্যেই ডোনাল্ডকে ঘিরে গুঞ্জন— বাংলাদেশের দায়িত্ব ছাড়ালেও এশিয়াতেই থাকবেন তিনি! কারণ শ্রীলঙ্কা দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন এই প্রোটিয়া কোচ। ইতোমধ্যেই লঙ্কান ক্রিকেট বোর্ড থেকে ডোনাল্ডকে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এখনো কিছু চূড়ান্ত হয়নি।

আগামীকাল পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ অধ্যায়ের ইতি টানবেন ডোনাল্ড। বিশ্বকাপ শেষে সরাসরি দেশে ফিরে যাবেন তিনি। তাই আগামী শনিবার শেষবারের মতো বাংলাদেশের ড্রেসিংরুমে দেখা যাবে এই প্রোটিয়াকে।

চলতি বিশ্বকাপের পর ডোনাল্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা এমনিতেই ছিল বিসিবির। তবে পেসারদের উন্নতিতে ভূমিকা রাখা দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তির সঙ্গে নতুন চুক্তি করাও ছিলো আলোচনায়।

কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাকিব আল হাসানের টাইমড আউট করার ঘটনায় এই কোচ নিজের অখুশি জানিয়ে একটি সাক্ষাতকার দেন। এরপর বিসিবির তার কাছে ওই মন্তব্যের কারণ জানতে চায়। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার দলীয় সভায় ডোনাল্ড চাকরি ছাড়ার কথা জানিয়েছেন।

২০২২ সালের মার্চে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন অ্যালান ডোনাল্ড। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিল বিসিবি। পরে তা দুই দফায় বাড়িয়ে চলমান ভারত বিশ্বকাপ পর্যন্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে বন্যার্তদের সহযোগিতায় হেল্পলাইন চালু করলো ছাত্রশিবির

বিদায় নিচ্ছেন বাংলাদেশ পেস বোলিং কোচ ডোনাল্ড

আপডেট সময় ১১:২৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩

গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চাকরি ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন অ্যালান ডোনাল্ড। কারণ হিসেবে দেখিয়েছেন—পরিবারকে আরো বেশি সময় দিতে চান তিনি। বাংলাদেশে থাকায় পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ে। তাই সেই দূরত্ব কমাতে চান। তবে ইতোমধ্যেই ডোনাল্ডকে ঘিরে গুঞ্জন— বাংলাদেশের দায়িত্ব ছাড়ালেও এশিয়াতেই থাকবেন তিনি! কারণ শ্রীলঙ্কা দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন এই প্রোটিয়া কোচ। ইতোমধ্যেই লঙ্কান ক্রিকেট বোর্ড থেকে ডোনাল্ডকে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এখনো কিছু চূড়ান্ত হয়নি।

আগামীকাল পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ অধ্যায়ের ইতি টানবেন ডোনাল্ড। বিশ্বকাপ শেষে সরাসরি দেশে ফিরে যাবেন তিনি। তাই আগামী শনিবার শেষবারের মতো বাংলাদেশের ড্রেসিংরুমে দেখা যাবে এই প্রোটিয়াকে।

চলতি বিশ্বকাপের পর ডোনাল্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা এমনিতেই ছিল বিসিবির। তবে পেসারদের উন্নতিতে ভূমিকা রাখা দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তির সঙ্গে নতুন চুক্তি করাও ছিলো আলোচনায়।

কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাকিব আল হাসানের টাইমড আউট করার ঘটনায় এই কোচ নিজের অখুশি জানিয়ে একটি সাক্ষাতকার দেন। এরপর বিসিবির তার কাছে ওই মন্তব্যের কারণ জানতে চায়। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার দলীয় সভায় ডোনাল্ড চাকরি ছাড়ার কথা জানিয়েছেন।

২০২২ সালের মার্চে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন অ্যালান ডোনাল্ড। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছিল বিসিবি। পরে তা দুই দফায় বাড়িয়ে চলমান ভারত বিশ্বকাপ পর্যন্ত করা হয়।