ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতা আনল টাইগাররা Logo টানা ৪১ দিন নামাজ আদায়কারী শিশুদের সাইকেল উপহার দিলো জামায়াত Logo ‘১৫ বছর কী ধরনের সাংবাদিকতা হয়েছে, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে’ Logo গোয়াইনঘাটে বাজার দখল নিয়ে আওয়ামী-বিএনপির সংঘর্ষ; আহত ১৫ Logo তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ Logo ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি হয়নি ইরান: ট্রাম্প Logo তিন মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ Logo থানায় হামলার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন মাহমুদুর রহমানের Logo আওয়ামী নেতাদের পৈশাচিক নিপীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য : তারেক রহমান Logo সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

বিএনপি কখনো কারচুপির নির্বাচন সমর্থন করে না: রুমিন ফারহানা

বিএনপি কখনো কারচুপির নির্বাচন সমর্থন করে না: রুমিন ফারহানা

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘বিএনপি কখনো কারচুপির নির্বাচন করে নাই, সমর্থনও করে নাই, ভবিষ্যতেও সমর্থন করবে না। বরং মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। কেননা দেশে ন্যূনতম সুষ্ঠু ভোট হলে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, দেশ পরিচালনা করবে।’

আজ বুধবার ২৩ এপ্রিল দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে বিএনপির ৩১ দফা নিয়ে কর্মশালায় রুমিন এসব কথা বলেন। কর্মশালায় বিএনপির কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতারা অংশ নেন। এর সমাপনী পর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি ১৭ বছর ধরে অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও ‍সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করে আসছে। এখনো সেই লড়াই চলছে। কেননা বর্তমানে কোনো নির্বাচিত সরকার নেই। আছে অনির্বাচিত অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের এ লড়াই চলবে।’

বিএনপি নেত্রী বলেন, ‘এই দেশে বিরোধী মতকে সব সময় দমন-নিপীড়ন করেছে আওয়ামী লীগ। কথা বলতে দেয়নি, নিজের গ্রামে-বাড়িতে থাকতে দেয়নি। হামলা-মামলা করে জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন অবস্থা করেছিল, যার কারণে তারেক রহমান দেশে আসতে পারে নাই। শুধু তাই নয়, ৭৬ বছর বয়সে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছিল।’

১৭ বছরের আন্দোলন-সংগ্রামের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে বলে মন্তব্য করেন রুমিন ফারহানা। তিনি বলেন, বাংলাদেশ নামের সঙ্গে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। জিয়া পরিবার দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘প্রতিটি দেশে নির্বাচনে জিততে পারে এমন সম্ভাবনাময় দলকে ব্যবসায়ীরা সহযোগিতা করে। এটি যুগে যুগে হয়ে আসছে। কিন্তু এনসিপি কি রাষ্ট্র পরিচালনায় আছে? কিংবা আগামী দিনে এমন অবস্থায় যাবে? রাষ্ট্র পরিচালনায় না থাকা সত্ত্বেও তাদের ব্যবসায়ীদের সহযোগিতা কী ইঙ্গিত করে? এ জন্য আগামী দিনগুলো বিএনপির জন্য আরও কঠিন। ঐক্যবদ্ধ থেকে আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটানো হয়েছে, একইভাবে ঐক্যবদ্ধ থেকে নির্বাচিত সরকার পর্যন্ত আন্দোলন চলমান রাখতে হবে।’

জনপ্রিয় সংবাদ

রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতা আনল টাইগাররা

বিএনপি কখনো কারচুপির নির্বাচন সমর্থন করে না: রুমিন ফারহানা

আপডেট সময় ১০:৫৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘বিএনপি কখনো কারচুপির নির্বাচন করে নাই, সমর্থনও করে নাই, ভবিষ্যতেও সমর্থন করবে না। বরং মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করে দেশ পরিচালনা করবে। কেননা দেশে ন্যূনতম সুষ্ঠু ভোট হলে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, দেশ পরিচালনা করবে।’

আজ বুধবার ২৩ এপ্রিল দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে বিএনপির ৩১ দফা নিয়ে কর্মশালায় রুমিন এসব কথা বলেন। কর্মশালায় বিএনপির কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতারা অংশ নেন। এর সমাপনী পর্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি ১৭ বছর ধরে অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও ‍সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করে আসছে। এখনো সেই লড়াই চলছে। কেননা বর্তমানে কোনো নির্বাচিত সরকার নেই। আছে অনির্বাচিত অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের এ লড়াই চলবে।’

বিএনপি নেত্রী বলেন, ‘এই দেশে বিরোধী মতকে সব সময় দমন-নিপীড়ন করেছে আওয়ামী লীগ। কথা বলতে দেয়নি, নিজের গ্রামে-বাড়িতে থাকতে দেয়নি। হামলা-মামলা করে জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এমন অবস্থা করেছিল, যার কারণে তারেক রহমান দেশে আসতে পারে নাই। শুধু তাই নয়, ৭৬ বছর বয়সে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছিল।’

১৭ বছরের আন্দোলন-সংগ্রামের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে বলে মন্তব্য করেন রুমিন ফারহানা। তিনি বলেন, বাংলাদেশ নামের সঙ্গে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। জিয়া পরিবার দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘প্রতিটি দেশে নির্বাচনে জিততে পারে এমন সম্ভাবনাময় দলকে ব্যবসায়ীরা সহযোগিতা করে। এটি যুগে যুগে হয়ে আসছে। কিন্তু এনসিপি কি রাষ্ট্র পরিচালনায় আছে? কিংবা আগামী দিনে এমন অবস্থায় যাবে? রাষ্ট্র পরিচালনায় না থাকা সত্ত্বেও তাদের ব্যবসায়ীদের সহযোগিতা কী ইঙ্গিত করে? এ জন্য আগামী দিনগুলো বিএনপির জন্য আরও কঠিন। ঐক্যবদ্ধ থেকে আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটানো হয়েছে, একইভাবে ঐক্যবদ্ধ থেকে নির্বাচিত সরকার পর্যন্ত আন্দোলন চলমান রাখতে হবে।’