ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

তারেক রহমানের নাম মুখে নিতে হলে অজু করতে হবে: বুলু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • 0 Views

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, “তারেক রহমানের নাম মুখে নিতে হলে নাবালক বাচ্চাদের অজু করতে হবে। তারা যা বলছেন, তা এদেশের মানুষ মেনে নেবে না।”

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, “বেগম খালেদা জিয়া মেয়েদের বিনা বেতনে বই ও পড়াশোনার ব্যবস্থা করেছেন, খালেদা জিয়ার শিক্ষা নীতির কারণে দেশের নারী শিক্ষা ও সাংস্কৃতিক ব্যাপক উন্নতি হয়েছে। আমরা শুনতে পাচ্ছি, আমাদের কিছু নেতা আওয়ামী প্রীতি দেখান। তারা বলেন, আওয়ামী লীগের নেতাদের অনেক টাকা আছে, তাদের দলে ঢোকাতে হবে। আমরা বলবো এই সুযোগ নেই, টাকা আসছে বসে থাকেন। পাঁচ বছর পরে আমরা চিন্তা করবো দলে ঢোকানো যায় কি না। আমাদের নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হয়েছে, তাদের আগে গুরুত্ব দিতে হবে।”

এসময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চেয়াপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, মোস্তাক মিয়া প্রমুখ।

সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি উদ্বাস্তুল বারী আবু। সম্মেলন সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে মেয়ের সামনে মাকে কুপিয়ে হত্যা

তারেক রহমানের নাম মুখে নিতে হলে অজু করতে হবে: বুলু

আপডেট সময় ০৯:১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, “তারেক রহমানের নাম মুখে নিতে হলে নাবালক বাচ্চাদের অজু করতে হবে। তারা যা বলছেন, তা এদেশের মানুষ মেনে নেবে না।”

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, “বেগম খালেদা জিয়া মেয়েদের বিনা বেতনে বই ও পড়াশোনার ব্যবস্থা করেছেন, খালেদা জিয়ার শিক্ষা নীতির কারণে দেশের নারী শিক্ষা ও সাংস্কৃতিক ব্যাপক উন্নতি হয়েছে। আমরা শুনতে পাচ্ছি, আমাদের কিছু নেতা আওয়ামী প্রীতি দেখান। তারা বলেন, আওয়ামী লীগের নেতাদের অনেক টাকা আছে, তাদের দলে ঢোকাতে হবে। আমরা বলবো এই সুযোগ নেই, টাকা আসছে বসে থাকেন। পাঁচ বছর পরে আমরা চিন্তা করবো দলে ঢোকানো যায় কি না। আমাদের নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হয়েছে, তাদের আগে গুরুত্ব দিতে হবে।”

এসময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চেয়াপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী ও কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, মোস্তাক মিয়া প্রমুখ।

সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি উদ্বাস্তুল বারী আবু। সম্মেলন সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।