চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলটি বুধবার (৮ নভেম্বর) চীনের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ।প্রতিনিধি দলে নেতৃত্ব দিবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান। তার সাথে থাকবেন দলটির আন্তর্জাতিক উপকমিটির কয়েকজন সদস্য।
সফর প্রসঙ্গে শাম্মী জানান, ৮ নভেম্বর বিকাল ৩টার দিকে চীনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা। সফরকারী দল পাঁচ দিন থাকবে দেশটিতে।চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সাউথ এশিয়ান একটি কনফারেন্সে যোগ দেয়ার জন্য এই প্রতিনিধি দল যাচ্ছে।
জানা যায়, সফরকালে আওয়ামী লীগের নেতারা চীনের ক্ষমতাসীন পার্টির নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। সেখানে রোহিঙ্গা ইস্যু ও সমসাময়িক রাজনৈতিক বিষয় আলোচনা হতে পারে।
গত ২২ মে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে আওয়ামী লীগের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যায়। এরপর ৩১ মে দেশে ফেরেন তারা। গত জুলাইয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর ১২ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করে।
সংবাদ শিরোনাম ::
চীন সফরে যাচ্ছে মেননসহ আওয়ামী লীগের প্রতিনিধি দল
- নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১১:৫৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- 317
জনপ্রিয় সংবাদ