ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চীনা রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক Logo টিউলিপকে বরখাস্তে প্রবল চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী Logo সম্পর্কে বিদ্বেষ কোনো পক্ষের জন্যই ভালো নয়: ভারতীয় সেনাপ্রধান Logo রাজস্ব বাড়াতে ভ্যাট বৃদ্ধি, তেমন অসুবিধা হবে না: খাদ্য উপদেষ্টা Logo কুষ্টিয়ায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত কর্মীর মৃত্যু Logo ‘বিতর্ক ওঠায়’ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল Logo ট্রাইব্যুনালে ২৫ জনের বিরুদ্ধে আবু সাঈদের পরিবারের অভিযোগ Logo দাবানলে ‘আলুপোড়া’ খাচ্ছেন লস অ্যাঞ্জেলেসের বাড়িওয়ালারা, হাঁকাচ্ছেন আকাশ্চুম্বী ভাড়া Logo হুইল চেয়ার ছাড়াই হাঁটতে পারছেন খালেদা জিয়া Logo সীমান্তে নিয়ম মানতে হবে, দিল্লিকে কড়া বার্তা ঢাকার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন সুনিল নারিন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন সুনিল নারিন

সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার সুনিল নারিন। রোববার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ৮ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন এই ক্যারিবিয়ান তারকা স্পিনার।

নারিন তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষবার খেলেছি চার বছরেরও বেশি সময় হয়ে গেছে। আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। জনপরিসরে আমি অল্প কথার মানুষ; কিন্তু ব্যক্তিগতভাবে এমন কিছু মানুষ আছেন, যারা আমাকে ক্যারিয়ার জুড়ে অপরিসীম সমর্থন দিয়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার স্বপ্ন বাস্তবায়নে আমাকে সাহায্য করেছেন। আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

বিশ্বজুড়ে বিভিন্ন বড় বড় ফ্যাঞ্চাইজিগুলোতে দাপিয়ে বেড়ানো নারিনের আন্তর্জাতিক ক্রিকেটের শেষের দিনগুলো ভালো কাটেনি। সর্বশেষ ২০১৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন সুনিল নারিন। এরপর গত ৪ বছরে দুর্দান্ত এই স্পিনারকে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকেই না বলে দিলেন তিনি।

২০১১ সালের ৫ ডিসেম্বর ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক ঘটে নারিনের। এরপর ২০১২ সালের ৭ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন তিনি। একই বছর ২৭ মার্চ গ্রস আইলেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘটে টি-টোয়েন্টি অভিষেক।

৬ টেস্টে উইকেট নিয়েছেন ২১টি। ৬৫টি ওয়ানডে খেলে ৯২টি উইকেট পকেটে পুরেছেন তিনি। এছাড়া নিজের প্রিয় ফরম্যাট টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে খেলেছেন ৫১ ম্যাচ। উইকেট নিয়েছেন ৫২টি।

 

জনপ্রিয় সংবাদ

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন সুনিল নারিন

আপডেট সময় ০৯:৩৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩

সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার সুনিল নারিন। রোববার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ৮ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন এই ক্যারিবিয়ান তারকা স্পিনার।

নারিন তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষবার খেলেছি চার বছরেরও বেশি সময় হয়ে গেছে। আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। জনপরিসরে আমি অল্প কথার মানুষ; কিন্তু ব্যক্তিগতভাবে এমন কিছু মানুষ আছেন, যারা আমাকে ক্যারিয়ার জুড়ে অপরিসীম সমর্থন দিয়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার স্বপ্ন বাস্তবায়নে আমাকে সাহায্য করেছেন। আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

বিশ্বজুড়ে বিভিন্ন বড় বড় ফ্যাঞ্চাইজিগুলোতে দাপিয়ে বেড়ানো নারিনের আন্তর্জাতিক ক্রিকেটের শেষের দিনগুলো ভালো কাটেনি। সর্বশেষ ২০১৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন সুনিল নারিন। এরপর গত ৪ বছরে দুর্দান্ত এই স্পিনারকে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকেই না বলে দিলেন তিনি।

২০১১ সালের ৫ ডিসেম্বর ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক ঘটে নারিনের। এরপর ২০১২ সালের ৭ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন তিনি। একই বছর ২৭ মার্চ গ্রস আইলেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘটে টি-টোয়েন্টি অভিষেক।

৬ টেস্টে উইকেট নিয়েছেন ২১টি। ৬৫টি ওয়ানডে খেলে ৯২টি উইকেট পকেটে পুরেছেন তিনি। এছাড়া নিজের প্রিয় ফরম্যাট টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে খেলেছেন ৫১ ম্যাচ। উইকেট নিয়েছেন ৫২টি।