ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুচ্ছ ভর্তি পরীক্ষায় নোসক শিবিরের সহযোগিতা Logo এআই হ্যাকাথন ২০২৫: রুয়েটের ‘বুরাক’ টিমের চ্যাম্পিয়নশিপ অর্জন Logo আমিরাতে আইপিএলের প্রস্তাব প্রত্যাখ্যান, পিএসএল পেল অগ্রাধিকার Logo আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ Logo রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জবি শিক্ষার্থী ৩ দিনের রিমান্ডে Logo আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ Logo ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান Logo মোটরসাইকেল জব্দ করায় থানায় হামলা, ছাত্রদলের ৯ নেতাকর্মী গ্রেপ্তার Logo নোবিপ্রবিতে ভর্তিচ্ছু সহস্রাধিক শিক্ষার্থীর জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা করেছে ছাত্রদল Logo আ.লীগ নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন সুনিল নারিন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন সুনিল নারিন

সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার সুনিল নারিন। রোববার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ৮ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন এই ক্যারিবিয়ান তারকা স্পিনার।

নারিন তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষবার খেলেছি চার বছরেরও বেশি সময় হয়ে গেছে। আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। জনপরিসরে আমি অল্প কথার মানুষ; কিন্তু ব্যক্তিগতভাবে এমন কিছু মানুষ আছেন, যারা আমাকে ক্যারিয়ার জুড়ে অপরিসীম সমর্থন দিয়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার স্বপ্ন বাস্তবায়নে আমাকে সাহায্য করেছেন। আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

বিশ্বজুড়ে বিভিন্ন বড় বড় ফ্যাঞ্চাইজিগুলোতে দাপিয়ে বেড়ানো নারিনের আন্তর্জাতিক ক্রিকেটের শেষের দিনগুলো ভালো কাটেনি। সর্বশেষ ২০১৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন সুনিল নারিন। এরপর গত ৪ বছরে দুর্দান্ত এই স্পিনারকে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকেই না বলে দিলেন তিনি।

২০১১ সালের ৫ ডিসেম্বর ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক ঘটে নারিনের। এরপর ২০১২ সালের ৭ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন তিনি। একই বছর ২৭ মার্চ গ্রস আইলেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘটে টি-টোয়েন্টি অভিষেক।

৬ টেস্টে উইকেট নিয়েছেন ২১টি। ৬৫টি ওয়ানডে খেলে ৯২টি উইকেট পকেটে পুরেছেন তিনি। এছাড়া নিজের প্রিয় ফরম্যাট টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে খেলেছেন ৫১ ম্যাচ। উইকেট নিয়েছেন ৫২টি।

 

জনপ্রিয় সংবাদ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় নোসক শিবিরের সহযোগিতা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন সুনিল নারিন

আপডেট সময় ০৯:৩৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩

সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার সুনিল নারিন। রোববার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ৮ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন এই ক্যারিবিয়ান তারকা স্পিনার।

নারিন তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষবার খেলেছি চার বছরেরও বেশি সময় হয়ে গেছে। আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। জনপরিসরে আমি অল্প কথার মানুষ; কিন্তু ব্যক্তিগতভাবে এমন কিছু মানুষ আছেন, যারা আমাকে ক্যারিয়ার জুড়ে অপরিসীম সমর্থন দিয়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করার স্বপ্ন বাস্তবায়নে আমাকে সাহায্য করেছেন। আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

বিশ্বজুড়ে বিভিন্ন বড় বড় ফ্যাঞ্চাইজিগুলোতে দাপিয়ে বেড়ানো নারিনের আন্তর্জাতিক ক্রিকেটের শেষের দিনগুলো ভালো কাটেনি। সর্বশেষ ২০১৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন সুনিল নারিন। এরপর গত ৪ বছরে দুর্দান্ত এই স্পিনারকে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটকেই না বলে দিলেন তিনি।

২০১১ সালের ৫ ডিসেম্বর ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক ঘটে নারিনের। এরপর ২০১২ সালের ৭ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন তিনি। একই বছর ২৭ মার্চ গ্রস আইলেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘটে টি-টোয়েন্টি অভিষেক।

৬ টেস্টে উইকেট নিয়েছেন ২১টি। ৬৫টি ওয়ানডে খেলে ৯২টি উইকেট পকেটে পুরেছেন তিনি। এছাড়া নিজের প্রিয় ফরম্যাট টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে খেলেছেন ৫১ ম্যাচ। উইকেট নিয়েছেন ৫২টি।