ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

বিআরটিসি থেকে ভাড়া নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রোববার (৫ নভেম্বর) বিকেলে শিক্ষার্থীদের নামিয়ে ফেরার পথে বাসের চালক হাওলাদার মুহাম্মদ নিজামুদ্দীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের নামিয়ে ফিরছিলাম। বাঙলা কলেজের সামনে মানুষজন আমাকে বলল, আপনার বাসের দুই তলায় আগুন।

এদিকে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন গাণমাধ্যমকে জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ফিরছিল। এ সময় তারা কিছু যাত্রী বাসটিতে তুলে। পরে যাত্রী সেজে ওঠা দু’জন বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের দারুসসালাম জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাসুক মিয়া জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এবং মিরপুরের পল্লবির সাড়ে ১১-তে শিকড় পরিবহনের দুটি বাসে আগুন দেয়ার তথ্য মিলেছে। যদিও দুটি ঘটনায় কোনো প্রাণহানির তথ্য মেলেনি।

প্যারাগুয়ের কাছে ব্রাজিলের লজ্জার হার

মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

আপডেট সময় ০৮:০০:১২ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩

বিআরটিসি থেকে ভাড়া নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রোববার (৫ নভেম্বর) বিকেলে শিক্ষার্থীদের নামিয়ে ফেরার পথে বাসের চালক হাওলাদার মুহাম্মদ নিজামুদ্দীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের নামিয়ে ফিরছিলাম। বাঙলা কলেজের সামনে মানুষজন আমাকে বলল, আপনার বাসের দুই তলায় আগুন।

এদিকে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন গাণমাধ্যমকে জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে ফিরছিল। এ সময় তারা কিছু যাত্রী বাসটিতে তুলে। পরে যাত্রী সেজে ওঠা দু’জন বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের দারুসসালাম জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাসুক মিয়া জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এবং মিরপুরের পল্লবির সাড়ে ১১-তে শিকড় পরিবহনের দুটি বাসে আগুন দেয়ার তথ্য মিলেছে। যদিও দুটি ঘটনায় কোনো প্রাণহানির তথ্য মেলেনি।