ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে মাওলানা ভাসানীর নাতি গ্রেপ্তার

টাঙ্গাইলে নাশকতার মামলায় মাওলানা ভাসানীর নাতি মাহমুদুল হক ওরফে সানুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ নভেম্বর) সকালে বিএনপির ডাকা অবরোধ সমর্থনে টাঙ্গাইলের করটিয়া বাইপাস এলাকায় কর্মসূচি পালন করতে গেলে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে বাসা থেকে অপর এক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও মাওলানা ভাসানির নাতি মাহমুদুল হক ওরফে সানু, জেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব মোস্তফা কামাল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম ওরফে শাতিল, জেলা ছাত্রদলের সদস্যসচিব আবদুল বাতেন, যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম ওরফে রুবেল ও টাঙ্গাইল শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন আকন্দ। গ্রেপ্তার মাহমুদুল হক টাঙ্গাইল পৌরসভার গত নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি মাওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব।

বিএনপি ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হকসহ কয়েকজন নেতা-কর্মী আজ সকাল সাড়ে ছয়টার দিকে টাঙ্গাইলের করটিয়া বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সমর্থনে কর্মসূচি পালন করতে যান। এ সময় পুলিশ পাঁচজনকে আটক করে টাঙ্গাইল সদর থানায় নিয়ে যায়। পরে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর এলাকার বাসা থেকে বিএনপি নেতা শাহীন আকন্দকে আটক করে পুলিশ।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছালাম মিয়া বলেন, আটকের পর ২৯ অক্টোবর টাঙ্গাইল সদর থানা করা একটি নাশকতার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে

জনপ্রিয় সংবাদ

বিদেশে ৮ হাজার কোটি টাকার সম্পত্তি সাবেক ভূমিমন্ত্রীর

টাঙ্গাইলে মাওলানা ভাসানীর নাতি গ্রেপ্তার

আপডেট সময় ০৪:২০:০০ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩

টাঙ্গাইলে নাশকতার মামলায় মাওলানা ভাসানীর নাতি মাহমুদুল হক ওরফে সানুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ নভেম্বর) সকালে বিএনপির ডাকা অবরোধ সমর্থনে টাঙ্গাইলের করটিয়া বাইপাস এলাকায় কর্মসূচি পালন করতে গেলে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে বাসা থেকে অপর এক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও মাওলানা ভাসানির নাতি মাহমুদুল হক ওরফে সানু, জেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব মোস্তফা কামাল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম ওরফে শাতিল, জেলা ছাত্রদলের সদস্যসচিব আবদুল বাতেন, যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম ওরফে রুবেল ও টাঙ্গাইল শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন আকন্দ। গ্রেপ্তার মাহমুদুল হক টাঙ্গাইল পৌরসভার গত নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি মাওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব।

বিএনপি ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হকসহ কয়েকজন নেতা-কর্মী আজ সকাল সাড়ে ছয়টার দিকে টাঙ্গাইলের করটিয়া বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সমর্থনে কর্মসূচি পালন করতে যান। এ সময় পুলিশ পাঁচজনকে আটক করে টাঙ্গাইল সদর থানায় নিয়ে যায়। পরে টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুর এলাকার বাসা থেকে বিএনপি নেতা শাহীন আকন্দকে আটক করে পুলিশ।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছালাম মিয়া বলেন, আটকের পর ২৯ অক্টোবর টাঙ্গাইল সদর থানা করা একটি নাশকতার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে