ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়  জুলাই-আগস্টের আন্দোলনে নিজেদের ৪২২ নেতাকর্মী নিহত বলে দাবি বিএনপির জেএসসির ২৫% এবং এসএসসির ৭৫% নম্বর নিয়ে এইচএসসির ফলাফল প্রকাশের প্রস্তুতি বৃষ্টি কমে কাল থেকে বাড়তে পারে গরম চোরাপথে ভারতে পালাচ্ছেন সাবেক মন্ত্রী-এমপি ও নেতারা বাংলাদেশকে ২০০ মি‌লিয়ন ডলার সহায়তা দি‌ল যুক্তরাষ্ট্র মিরপুরে ‘স্বৈরাচারের চল্লিশা’ পালন ঢাকাসহ ১৫ জেলায় দুপুরের মধ্যে দমকা হাওয়ার বজ্রসহ বৃষ্টি আভাস নাইজেরিয়ায় নৌকা ডুবে আনুমানি ৬৪ জনের কৃষকের মৃত্যু গাজীপুরে কাভার্ডভ্যানে সিএনজির ধাক্কা, শিশুসহ নিহত ৫

কিউইদের সাথে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

কিউইদের সাথে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

বিশ্বকাপের ৩৫তম ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নিউ জিল্যান্ড। এই ম্যাচটি সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ। যেখানে পাকিস্তান হারলেই এক ম্যাচ হাতে রেখে বিদায় নিশ্চিত হয়ে যাবে। ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বেলা ১১ টায় বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

চলতি বিশ্বকাপে শুরুটা দুর্দান্ত হলেও টানা চার ম্যাচ হারে একদম খানের কিনারায় চলে এসেছে বাবর আজমের দল। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে দলটি পেয়েছে মাত্র তিন জয়। পরপর চার ম্যাচের হারের পর আত্মবিশ্বাসের যে ঘাটতি তৈরি হয়েছিল সবশেষ ম্যাচে জয়ে সেটি ফিরে পেয়েছে তারা। কিছুটা ফুরফুরে মেজাজে রয়েছে দলটি।

এদিকে শেষ চারের স্বপ্নে বুঁদ হয়ে নিউ জিল্যান্ডও। বিশ্বকাপে শুরু থেকে টানা চার ম্যাচ জিতে ভালো ফর্মে দলটি। কিন্তু সবশেষ তিন ম্যাচের একটিতেও জয় না থাকায় কেইন উইলিয়ামসনের দলও ভুগছে জয় খরায়। তাই ঘুরে দাঁড়ানোর জন্য এই ম্যাচকেই পাখির চোখ করে রেখেছে কিউইরা।

পয়েন্ট টেবিলেও ৭ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে চারে রয়েছে নিউ জিল্যান্ড। অপরদিকে সমান ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে রয়েছে পাকিস্তান। নিউ জিল্যান্ডের বিপক্ষে এবার হারলেই শেষ চারের জন্য আর কোনো সুযোগ থাকবে না। এদিকে নিউ জিল্যান্ড ম্যাচটিতে হারলেও আরও একটি সুযোগ থাকবে।

জনপ্রিয় সংবাদ

‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় 

কিউইদের সাথে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

আপডেট সময় ১০:৪৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩

বিশ্বকাপের ৩৫তম ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও নিউ জিল্যান্ড। এই ম্যাচটি সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ। যেখানে পাকিস্তান হারলেই এক ম্যাচ হাতে রেখে বিদায় নিশ্চিত হয়ে যাবে। ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বেলা ১১ টায় বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

চলতি বিশ্বকাপে শুরুটা দুর্দান্ত হলেও টানা চার ম্যাচ হারে একদম খানের কিনারায় চলে এসেছে বাবর আজমের দল। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে দলটি পেয়েছে মাত্র তিন জয়। পরপর চার ম্যাচের হারের পর আত্মবিশ্বাসের যে ঘাটতি তৈরি হয়েছিল সবশেষ ম্যাচে জয়ে সেটি ফিরে পেয়েছে তারা। কিছুটা ফুরফুরে মেজাজে রয়েছে দলটি।

এদিকে শেষ চারের স্বপ্নে বুঁদ হয়ে নিউ জিল্যান্ডও। বিশ্বকাপে শুরু থেকে টানা চার ম্যাচ জিতে ভালো ফর্মে দলটি। কিন্তু সবশেষ তিন ম্যাচের একটিতেও জয় না থাকায় কেইন উইলিয়ামসনের দলও ভুগছে জয় খরায়। তাই ঘুরে দাঁড়ানোর জন্য এই ম্যাচকেই পাখির চোখ করে রেখেছে কিউইরা।

পয়েন্ট টেবিলেও ৭ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে চারে রয়েছে নিউ জিল্যান্ড। অপরদিকে সমান ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে রয়েছে পাকিস্তান। নিউ জিল্যান্ডের বিপক্ষে এবার হারলেই শেষ চারের জন্য আর কোনো সুযোগ থাকবে না। এদিকে নিউ জিল্যান্ড ম্যাচটিতে হারলেও আরও একটি সুযোগ থাকবে।