ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আওয়ামী স্বৈরাচারের চেয়েও এই স্বৈরাচার ভয়াবহ : কাদের সিদ্দিকী Logo কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo ডাকসু নির্বাচনে: উমামা ফাতেমার প্যানেলে ছাত্রলীগের দুই মুখ Logo ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ পরিবর্তন Logo এনসিপিকে বর্জন সহ হাসনাত-সারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম Logo দুবাই প্রিন্সেস শেখা মাহরা-ফ্রেঞ্চ মনটানার বাগদানের ঘোষণা Logo অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট শুরু: শেখ বশিরউদ্দীন Logo ‘সকল সরকারই গাদ্দারি করেছে, মানুষ জামায়াতে ইসলামীর দিকেই তাকিয়ে আছে’ Logo এত দুর্বল সরকার আগে দেখেছেন? প্রশ্ন মাসুদ কামালের Logo রোজার আগেই নির্বাচন, ঘোষণা করা হলো রোডম্যাপ

পাবিপ্রবির ভূগোল ও পরিবেশ বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ ব্যাচের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবম ব্যাচের(২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কবি বন্দে আলী মিঞা মুক্তমঞ্চে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের ডিন ও চেয়ারম্যান ড. রাহিদুল ইসলাম, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম এবং সহকারী অধ্যাপক হুমায়রা আঞ্জুম। এছাড়াও বিভাগের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. রাহিদুল ইসলাম।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি দুটি অংশে বিভক্ত ছিল। প্রথম অংশে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আলোচনা সভা, নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। দ্বিতীয় অংশে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০:৩০টা পর্যন্ত বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। বাড়তি আনন্দ যোগ করতে বিভাগের শিক্ষক ড. মো. নাজমুল ইসলাম ও আবরার তাজওয়ার রিজন স্যার কবিতা আবৃত্তি করেন, এবং গানের পরিবেশনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ব্যান্ড স্কেচ।

অনুষ্ঠানে বিদায়ী ব্যাচকে শুভকামনা জানিয়ে বিভাগের চেয়ারম্যান ড. রাহিদুল ইসলাম বলেন, “আমি আশা করব তোমরা যেখানেই যাবে, তোমাদের কর্ম, প্রচেষ্টা ও কর্মস্পৃহা দ্বারা এই বিভাগের সুনাম বৃদ্ধি করবে এবং আমাদের মুখ উজ্জ্বল করবে। আমি আমার পরিবারকে যতটা না সময় দিই, তার থেকে তিন গুণ বেশি সময় দিই এই বিভাগে, তাই আমি আশা করি তোমরা ভালো করবেই। আমি সবসময় বিশ্বাস করি, তুমি যে কাজই করো না কেন, যেই প্রফেশনেই যাও না কেন, তোমার সফলতা নির্ভর করে তোমার উক্ত কাজে কতটা ডেডিকেশন রয়েছে তার ওপর। তাই সকল কাজকেই গুরুত্ব দিয়ে সম্পন্ন করবে এটাই প্রত্যাশা করি।”

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও বিদায়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী স্বৈরাচারের চেয়েও এই স্বৈরাচার ভয়াবহ : কাদের সিদ্দিকী

পাবিপ্রবির ভূগোল ও পরিবেশ বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ ব্যাচের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবম ব্যাচের(২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কবি বন্দে আলী মিঞা মুক্তমঞ্চে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের ডিন ও চেয়ারম্যান ড. রাহিদুল ইসলাম, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম এবং সহকারী অধ্যাপক হুমায়রা আঞ্জুম। এছাড়াও বিভাগের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. রাহিদুল ইসলাম।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি দুটি অংশে বিভক্ত ছিল। প্রথম অংশে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আলোচনা সভা, নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। দ্বিতীয় অংশে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০:৩০টা পর্যন্ত বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। বাড়তি আনন্দ যোগ করতে বিভাগের শিক্ষক ড. মো. নাজমুল ইসলাম ও আবরার তাজওয়ার রিজন স্যার কবিতা আবৃত্তি করেন, এবং গানের পরিবেশনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ব্যান্ড স্কেচ।

অনুষ্ঠানে বিদায়ী ব্যাচকে শুভকামনা জানিয়ে বিভাগের চেয়ারম্যান ড. রাহিদুল ইসলাম বলেন, “আমি আশা করব তোমরা যেখানেই যাবে, তোমাদের কর্ম, প্রচেষ্টা ও কর্মস্পৃহা দ্বারা এই বিভাগের সুনাম বৃদ্ধি করবে এবং আমাদের মুখ উজ্জ্বল করবে। আমি আমার পরিবারকে যতটা না সময় দিই, তার থেকে তিন গুণ বেশি সময় দিই এই বিভাগে, তাই আমি আশা করি তোমরা ভালো করবেই। আমি সবসময় বিশ্বাস করি, তুমি যে কাজই করো না কেন, যেই প্রফেশনেই যাও না কেন, তোমার সফলতা নির্ভর করে তোমার উক্ত কাজে কতটা ডেডিকেশন রয়েছে তার ওপর। তাই সকল কাজকেই গুরুত্ব দিয়ে সম্পন্ন করবে এটাই প্রত্যাশা করি।”

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও বিদায়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।