ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

পাবিপ্রবির ভূগোল ও পরিবেশ বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ ব্যাচের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবম ব্যাচের(২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কবি বন্দে আলী মিঞা মুক্তমঞ্চে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের ডিন ও চেয়ারম্যান ড. রাহিদুল ইসলাম, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম এবং সহকারী অধ্যাপক হুমায়রা আঞ্জুম। এছাড়াও বিভাগের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. রাহিদুল ইসলাম।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি দুটি অংশে বিভক্ত ছিল। প্রথম অংশে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আলোচনা সভা, নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। দ্বিতীয় অংশে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০:৩০টা পর্যন্ত বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। বাড়তি আনন্দ যোগ করতে বিভাগের শিক্ষক ড. মো. নাজমুল ইসলাম ও আবরার তাজওয়ার রিজন স্যার কবিতা আবৃত্তি করেন, এবং গানের পরিবেশনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ব্যান্ড স্কেচ।

অনুষ্ঠানে বিদায়ী ব্যাচকে শুভকামনা জানিয়ে বিভাগের চেয়ারম্যান ড. রাহিদুল ইসলাম বলেন, “আমি আশা করব তোমরা যেখানেই যাবে, তোমাদের কর্ম, প্রচেষ্টা ও কর্মস্পৃহা দ্বারা এই বিভাগের সুনাম বৃদ্ধি করবে এবং আমাদের মুখ উজ্জ্বল করবে। আমি আমার পরিবারকে যতটা না সময় দিই, তার থেকে তিন গুণ বেশি সময় দিই এই বিভাগে, তাই আমি আশা করি তোমরা ভালো করবেই। আমি সবসময় বিশ্বাস করি, তুমি যে কাজই করো না কেন, যেই প্রফেশনেই যাও না কেন, তোমার সফলতা নির্ভর করে তোমার উক্ত কাজে কতটা ডেডিকেশন রয়েছে তার ওপর। তাই সকল কাজকেই গুরুত্ব দিয়ে সম্পন্ন করবে এটাই প্রত্যাশা করি।”

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও বিদায়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

পাবিপ্রবির ভূগোল ও পরিবেশ বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ ব্যাচের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবম ব্যাচের(২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কবি বন্দে আলী মিঞা মুক্তমঞ্চে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের ডিন ও চেয়ারম্যান ড. রাহিদুল ইসলাম, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম এবং সহকারী অধ্যাপক হুমায়রা আঞ্জুম। এছাড়াও বিভাগের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. রাহিদুল ইসলাম।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি দুটি অংশে বিভক্ত ছিল। প্রথম অংশে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আলোচনা সভা, নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। দ্বিতীয় অংশে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০:৩০টা পর্যন্ত বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। বাড়তি আনন্দ যোগ করতে বিভাগের শিক্ষক ড. মো. নাজমুল ইসলাম ও আবরার তাজওয়ার রিজন স্যার কবিতা আবৃত্তি করেন, এবং গানের পরিবেশনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ব্যান্ড স্কেচ।

অনুষ্ঠানে বিদায়ী ব্যাচকে শুভকামনা জানিয়ে বিভাগের চেয়ারম্যান ড. রাহিদুল ইসলাম বলেন, “আমি আশা করব তোমরা যেখানেই যাবে, তোমাদের কর্ম, প্রচেষ্টা ও কর্মস্পৃহা দ্বারা এই বিভাগের সুনাম বৃদ্ধি করবে এবং আমাদের মুখ উজ্জ্বল করবে। আমি আমার পরিবারকে যতটা না সময় দিই, তার থেকে তিন গুণ বেশি সময় দিই এই বিভাগে, তাই আমি আশা করি তোমরা ভালো করবেই। আমি সবসময় বিশ্বাস করি, তুমি যে কাজই করো না কেন, যেই প্রফেশনেই যাও না কেন, তোমার সফলতা নির্ভর করে তোমার উক্ত কাজে কতটা ডেডিকেশন রয়েছে তার ওপর। তাই সকল কাজকেই গুরুত্ব দিয়ে সম্পন্ন করবে এটাই প্রত্যাশা করি।”

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও বিদায়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।