ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাকসুতে ভিপি-জিএসসহ ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়,১টিতে ছাত্রদলের Logo জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার, ফেব্রুয়ারিতে নির্বাচন: প্রধান উপদেষ্টা Logo ‘পিআর পদ্ধতি সংযোজন ও গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া জরুরি’ Logo শিক্ষকের উপর পুলিশী হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo মুন্সীগঞ্জে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন Logo চাকসু নির্বাচন: ভোট গ্রহণের পর কেন্দ্র পাহারায় ছাত্রীরা Logo সুন্দরগঞ্জে সরকারি হাসপাতালে অ্যানথ্রাক্স চিকিৎসায় অনীহা, বিপাকে রোগীরা Logo মুগ্ধতা ছড়িয়ে বিদায় নিলেন শাজাহানপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান Logo পাকিস্তান-আফগানিস্তান ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত Logo জকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা ও প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আইপিএল খেলে ক্রিকেট জ্ঞান বাড়াতে চান অ্যান্ডারসন

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৮:৪৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • 146

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন অষ্টাদশ আসরের আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। যার জন্য দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৫৭৪ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন। সেই তালিকায় আছেন ইংল্যান্ডের সাবেক পেসার জেমস অ্যান্ডারসন।

১০ বছর ধরে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো ম্যাচ খেলেননি। আর আইপিএলে তো কখনোই খেলেননি। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার পর এবার এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার আগ্রহ দেখিয়েছেন তিনি। ৪০ পেরোনো এই পেসার আইপিএল খেলতে চাওয়ার কারণ হিসেবে বলেছেন, নিজের ক্রিকেট–জ্ঞানটা আরো বাড়াতে চান।

বিবিসি রেডিওকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে অ্যান্ডারসন বলেন, ‘অবশ্যই এখনো আমার মধ্যে কিছু অবশিষ্ট আছে, যেটা আমাকে ভাবাচ্ছে যে আমি এখনো খেলতে পারি। আমি কখনো আইপিএলে খেলিনি। এটার অভিজ্ঞতা নিইনি এবং কয়েকটি কারণে আমার মনে হচ্ছে, একজন খেলোয়াড় হিসেবে আরও কিছু দেওয়ার আছে।’

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর যোগ দিয়েছেন কোচিংয়ে। ইতোমধ্যেই ইংল্যান্ডের সর্বশেষ দুটি সিরিজে বোলিং মেন্টর হিসেবে কাজ করেছেন। আইপিএল খেলতে পারলে সেটার অভিজ্ঞতা তার কোচিং ক্যারিয়ারেও ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

অ্যান্ডারসন বলেছেন, ‘গ্রীষ্মে অবসর নেওয়ার পর আমি একটু কোচিং করিয়েছি। আমি ইংল্যান্ড দলের সঙ্গে থেকে মেন্টরিংয়ের কাজ করছি, যেটাকে আপনারা অন্য কিছুও বলতে পারেন। আমি শুধু এ রকম কিছু (টি–টোয়েন্টি) চোখ মেলে দেখতে চাই এবং অভিজ্ঞতা নিতে চাই। যে ভবিষ্যতের জন্য আমার ক্রিকেট–জ্ঞান বাড়াতে সাহায্য করতে পারে।’

জনপ্রিয় সংবাদ

চাকসুতে ভিপি-জিএসসহ ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়,১টিতে ছাত্রদলের

আইপিএল খেলে ক্রিকেট জ্ঞান বাড়াতে চান অ্যান্ডারসন

আপডেট সময় ০৮:৪৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন অষ্টাদশ আসরের আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। যার জন্য দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৫৭৪ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন। সেই তালিকায় আছেন ইংল্যান্ডের সাবেক পেসার জেমস অ্যান্ডারসন।

১০ বছর ধরে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো ম্যাচ খেলেননি। আর আইপিএলে তো কখনোই খেলেননি। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার পর এবার এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার আগ্রহ দেখিয়েছেন তিনি। ৪০ পেরোনো এই পেসার আইপিএল খেলতে চাওয়ার কারণ হিসেবে বলেছেন, নিজের ক্রিকেট–জ্ঞানটা আরো বাড়াতে চান।

বিবিসি রেডিওকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে অ্যান্ডারসন বলেন, ‘অবশ্যই এখনো আমার মধ্যে কিছু অবশিষ্ট আছে, যেটা আমাকে ভাবাচ্ছে যে আমি এখনো খেলতে পারি। আমি কখনো আইপিএলে খেলিনি। এটার অভিজ্ঞতা নিইনি এবং কয়েকটি কারণে আমার মনে হচ্ছে, একজন খেলোয়াড় হিসেবে আরও কিছু দেওয়ার আছে।’

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর যোগ দিয়েছেন কোচিংয়ে। ইতোমধ্যেই ইংল্যান্ডের সর্বশেষ দুটি সিরিজে বোলিং মেন্টর হিসেবে কাজ করেছেন। আইপিএল খেলতে পারলে সেটার অভিজ্ঞতা তার কোচিং ক্যারিয়ারেও ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

অ্যান্ডারসন বলেছেন, ‘গ্রীষ্মে অবসর নেওয়ার পর আমি একটু কোচিং করিয়েছি। আমি ইংল্যান্ড দলের সঙ্গে থেকে মেন্টরিংয়ের কাজ করছি, যেটাকে আপনারা অন্য কিছুও বলতে পারেন। আমি শুধু এ রকম কিছু (টি–টোয়েন্টি) চোখ মেলে দেখতে চাই এবং অভিজ্ঞতা নিতে চাই। যে ভবিষ্যতের জন্য আমার ক্রিকেট–জ্ঞান বাড়াতে সাহায্য করতে পারে।’