ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতা আনল টাইগাররা Logo টানা ৪১ দিন নামাজ আদায়কারী শিশুদের সাইকেল উপহার দিলো জামায়াত Logo ‘১৫ বছর কী ধরনের সাংবাদিকতা হয়েছে, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে’ Logo গোয়াইনঘাটে বাজার দখল নিয়ে আওয়ামী-বিএনপির সংঘর্ষ; আহত ১৫ Logo তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ Logo ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি হয়নি ইরান: ট্রাম্প Logo তিন মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ Logo থানায় হামলার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন মাহমুদুর রহমানের Logo আওয়ামী নেতাদের পৈশাচিক নিপীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য : তারেক রহমান Logo সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

বগুড়ায় শিবির নেতা হত্যা মামলার আসামী নিঝুম গ্রেফতার

বগুড়া সদর আসনে সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর দেহরক্ষী হিসেবে পরিচিত যুবলীগ কর্মী নিঝুম আনসারী নাহিদকে (৩৮) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে আটক করে স্থানীয়রা। পুলিশ হেফাজতে নেওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিঝুম বগুড়া শহরের শিববাটি শাহী মসজিদ লেনের মামুনুর রশিদের ছেলে। তিনি বগুড়া সদর আসনের সাবেক এমপি রাগেবুল আহসান রিপুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। দেহরক্ষীর মতো সব সময় রিপুর সঙ্গে থাকতেন। তার নামে ২০১৩ সালে ছাত্রশিবির নেতা আবু রুহানী হত্যা মামলাসহ ৫টি মামলা রয়েছে।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোস্তাফিজ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিঝুম রিকশাযোগে শহরের শেরপুর রোড দিয়ে ঠনঠনিয়ার দিকে যাচ্ছিলেন। মফিজ পাগলার মোড়ে মোটরসাইকেলে আসা কিছু যুবক তাঁকে আটক করে মারধর শুরু করে। পরে জামায়াতে ইসলামীর এক নেতা ডিবি পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোস্তাফিজ হাসান বলেন, নিঝুমকে মফিজ পাগলার মোড় এলাকা থেকে হেফাজতে নেওয়া হয়। তাকে শিবির নেতা আবু রুহানী হত্যাসহ ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালে বগুড়া শহরের ফুরবাড়ি এলাকায় ছাত্র শিবির নেতা আবু রুহানীকে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করা হয়। সেই ঘটনায় গত ৫ আগস্টের পর নতুন করে বগুড়া সদর থানায় মামলা করা হয়। সেই মামলায় নিঝুম এজাহারভুক্ত আসামি।

জনপ্রিয় সংবাদ

রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতা আনল টাইগাররা

বগুড়ায় শিবির নেতা হত্যা মামলার আসামী নিঝুম গ্রেফতার

আপডেট সময় ১০:০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

বগুড়া সদর আসনে সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর দেহরক্ষী হিসেবে পরিচিত যুবলীগ কর্মী নিঝুম আনসারী নাহিদকে (৩৮) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে আটক করে স্থানীয়রা। পুলিশ হেফাজতে নেওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিঝুম বগুড়া শহরের শিববাটি শাহী মসজিদ লেনের মামুনুর রশিদের ছেলে। তিনি বগুড়া সদর আসনের সাবেক এমপি রাগেবুল আহসান রিপুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। দেহরক্ষীর মতো সব সময় রিপুর সঙ্গে থাকতেন। তার নামে ২০১৩ সালে ছাত্রশিবির নেতা আবু রুহানী হত্যা মামলাসহ ৫টি মামলা রয়েছে।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোস্তাফিজ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিঝুম রিকশাযোগে শহরের শেরপুর রোড দিয়ে ঠনঠনিয়ার দিকে যাচ্ছিলেন। মফিজ পাগলার মোড়ে মোটরসাইকেলে আসা কিছু যুবক তাঁকে আটক করে মারধর শুরু করে। পরে জামায়াতে ইসলামীর এক নেতা ডিবি পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোস্তাফিজ হাসান বলেন, নিঝুমকে মফিজ পাগলার মোড় এলাকা থেকে হেফাজতে নেওয়া হয়। তাকে শিবির নেতা আবু রুহানী হত্যাসহ ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালে বগুড়া শহরের ফুরবাড়ি এলাকায় ছাত্র শিবির নেতা আবু রুহানীকে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করা হয়। সেই ঘটনায় গত ৫ আগস্টের পর নতুন করে বগুড়া সদর থানায় মামলা করা হয়। সেই মামলায় নিঝুম এজাহারভুক্ত আসামি।