ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আধিপত্য নিয়ে আ.লীগের দু-পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ৬০ Logo ইশরাকের জরুরি সংবাদ সম্মেলন, এবার ব্যানারে নেই ‘মাননীয় মেয়র’ Logo Logo গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও ৩ জনকে ফাঁসি দিল ইরান Logo মাফ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই, লজ্জা নেই। আমার মানবিক মূল্যবোধ এবং দায়িত্বের জায়গা থেকে মাফ চেয়েছি:ডা. শফিকুর রহমান Logo বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে এনসিপি নেতা ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ Logo জীবিত ইরানি জেনারেল ঈসমাইল কানি, হত্যার গুজব ভেঙে দিলেন নিজের উপস্থিতিতে Logo ফিলিস্তিনি যোদ্ধাদের অতর্কিত হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত Logo ইরানের পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে: পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি Logo চাঁদপুর ছাত্রদলের উদ্যোগে পালাখালে বৃক্ষরোপণ কর্মসূচি

বর্ণবাদের শিকার ভিনিসিয়াস, তদন্ত করবে বার্সেলোনা

বর্ণবাদের শিকার ভিনিসিয়াস, তদন্ত করবে বার্সেলোনা

চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে স্বাগত জানিয়েছিল বার্সেলোনা। ম্যাচ জিতে বার্সার স্বাগতকে সুন্দরভাবে গ্রহণ করলেও একটি অভিযোগ তুলেছে মাদ্রিদের ক্লাবটি। বর্ণবাদের শিকার হয়েছেন রিয়ালের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। এই ঘটনায় তদন্তে নেমেছে বার্সা। বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে শনিবার (২৮ অক্টোবর) লা লিগার ম্যাচে পিছিয়ে পড়েও জুড বেলিংহ্যামের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় রিয়াল। তাদের দ্বিতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে। ওই গোলের পরপরই বর্ণবাদী আচরণের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় বার্সেলোনার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ম্যাচের পরদিন এক বিবৃতিতে তদন্তের ব্যাপারটি নিশ্চিত করেছে কালাতান ক্লাবটি, প্রতিপক্ষের প্রতি সম্মান দেখানো সহ বার্সেলোনা সবসময় খেলাধুলার মূল্যবোধ রক্ষা করবে। আমরা যে কোনো বর্ণবাদী আচরণের তদন্ত করবো।’

শুধু বার্সেলোনা নয়, এই ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষও। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তারা ইতোমধ্যেই শুরু থেকেই কাজ করছে বলে জানিয়েছে। খুব দ্রুত জড়িতদের বের করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ লিগ কর্তৃপক্ষ।

লা লিগায় ভিনিসিয়াসের সঙ্গে বর্ণবাদী আচরণ যেন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর আগে গত মৌসুমেও ক্লাসিকোয় বর্ণবাদের শিকার হয়েছিলেন তিনি। সেবার বর্ণবাদী আচরণের আটটি ঘটনা নথিভুক্ত হয়। সেই ঘটনার পর গত সপ্তাহে সেভিয়ার মাঠেও বর্ণবাদী আচরনের শিকার হন ব্রাজিলিয়ান তারকা। তখন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় সেভিয়া। তারা বর্ণবাদী আচরণ করা দর্শককে স্টেডিয়াম থেকে বের করে দেয়। এই ঘটনায় সেভিয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছিলেন ভিনিসিয়াস।

আধিপত্য নিয়ে আ.লীগের দু-পক্ষের সংঘর্ষ, ওসিসহ আহত ৬০

বর্ণবাদের শিকার ভিনিসিয়াস, তদন্ত করবে বার্সেলোনা

আপডেট সময় ০১:১৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে স্বাগত জানিয়েছিল বার্সেলোনা। ম্যাচ জিতে বার্সার স্বাগতকে সুন্দরভাবে গ্রহণ করলেও একটি অভিযোগ তুলেছে মাদ্রিদের ক্লাবটি। বর্ণবাদের শিকার হয়েছেন রিয়ালের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। এই ঘটনায় তদন্তে নেমেছে বার্সা। বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে শনিবার (২৮ অক্টোবর) লা লিগার ম্যাচে পিছিয়ে পড়েও জুড বেলিংহ্যামের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় রিয়াল। তাদের দ্বিতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে। ওই গোলের পরপরই বর্ণবাদী আচরণের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় বার্সেলোনার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ম্যাচের পরদিন এক বিবৃতিতে তদন্তের ব্যাপারটি নিশ্চিত করেছে কালাতান ক্লাবটি, প্রতিপক্ষের প্রতি সম্মান দেখানো সহ বার্সেলোনা সবসময় খেলাধুলার মূল্যবোধ রক্ষা করবে। আমরা যে কোনো বর্ণবাদী আচরণের তদন্ত করবো।’

শুধু বার্সেলোনা নয়, এই ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষও। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তারা ইতোমধ্যেই শুরু থেকেই কাজ করছে বলে জানিয়েছে। খুব দ্রুত জড়িতদের বের করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ লিগ কর্তৃপক্ষ।

লা লিগায় ভিনিসিয়াসের সঙ্গে বর্ণবাদী আচরণ যেন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর আগে গত মৌসুমেও ক্লাসিকোয় বর্ণবাদের শিকার হয়েছিলেন তিনি। সেবার বর্ণবাদী আচরণের আটটি ঘটনা নথিভুক্ত হয়। সেই ঘটনার পর গত সপ্তাহে সেভিয়ার মাঠেও বর্ণবাদী আচরনের শিকার হন ব্রাজিলিয়ান তারকা। তখন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় সেভিয়া। তারা বর্ণবাদী আচরণ করা দর্শককে স্টেডিয়াম থেকে বের করে দেয়। এই ঘটনায় সেভিয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছিলেন ভিনিসিয়াস।