ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজধানীতে দুই দিনব্যাপী ফ্র্যাগরেন্স এক্সিবিশন শুরু শুক্রবার Logo ছন্দে থাকা ব্রাজিলকে হারিয়ে ৩৬ বছরের অপেক্ষা ঘুচালো জাপান Logo শিক্ষকদের আন্দোলনে জামায়াত, ইসলামী আন্দোলন সহ যেসব দল-সংগঠনের একাত্মতা প্রকাশ Logo মিরপুরে প্রিন্টিং কারখানায়ি ভয়াবহ আগুন, নিহত বেড়ে ১৬ Logo দেশে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪১ Logo নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহার চেয়ে শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিস Logo আমরণ অনশনে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা Logo বাগেরহাটে যুবদল নেতাসহ ২ মৃতদেহ উদ্ধার Logo নির্বাচন কমিশনের নিন্দা জানিয়ে প্রজেকশন মিটিং স্থগিত করল শিবির সমর্থিত প্যানেল Logo মহিলা জামায়াত কর্মীদের ‘পেটানোর নির্দেশ’ বিএনপির নেতার

বর্ণবাদের শিকার ভিনিসিয়াস, তদন্ত করবে বার্সেলোনা

বর্ণবাদের শিকার ভিনিসিয়াস, তদন্ত করবে বার্সেলোনা

চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে স্বাগত জানিয়েছিল বার্সেলোনা। ম্যাচ জিতে বার্সার স্বাগতকে সুন্দরভাবে গ্রহণ করলেও একটি অভিযোগ তুলেছে মাদ্রিদের ক্লাবটি। বর্ণবাদের শিকার হয়েছেন রিয়ালের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। এই ঘটনায় তদন্তে নেমেছে বার্সা। বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে শনিবার (২৮ অক্টোবর) লা লিগার ম্যাচে পিছিয়ে পড়েও জুড বেলিংহ্যামের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় রিয়াল। তাদের দ্বিতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে। ওই গোলের পরপরই বর্ণবাদী আচরণের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় বার্সেলোনার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ম্যাচের পরদিন এক বিবৃতিতে তদন্তের ব্যাপারটি নিশ্চিত করেছে কালাতান ক্লাবটি, প্রতিপক্ষের প্রতি সম্মান দেখানো সহ বার্সেলোনা সবসময় খেলাধুলার মূল্যবোধ রক্ষা করবে। আমরা যে কোনো বর্ণবাদী আচরণের তদন্ত করবো।’

শুধু বার্সেলোনা নয়, এই ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষও। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তারা ইতোমধ্যেই শুরু থেকেই কাজ করছে বলে জানিয়েছে। খুব দ্রুত জড়িতদের বের করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ লিগ কর্তৃপক্ষ।

লা লিগায় ভিনিসিয়াসের সঙ্গে বর্ণবাদী আচরণ যেন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর আগে গত মৌসুমেও ক্লাসিকোয় বর্ণবাদের শিকার হয়েছিলেন তিনি। সেবার বর্ণবাদী আচরণের আটটি ঘটনা নথিভুক্ত হয়। সেই ঘটনার পর গত সপ্তাহে সেভিয়ার মাঠেও বর্ণবাদী আচরনের শিকার হন ব্রাজিলিয়ান তারকা। তখন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় সেভিয়া। তারা বর্ণবাদী আচরণ করা দর্শককে স্টেডিয়াম থেকে বের করে দেয়। এই ঘটনায় সেভিয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছিলেন ভিনিসিয়াস।

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে দুই দিনব্যাপী ফ্র্যাগরেন্স এক্সিবিশন শুরু শুক্রবার

বর্ণবাদের শিকার ভিনিসিয়াস, তদন্ত করবে বার্সেলোনা

আপডেট সময় ০১:১৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে স্বাগত জানিয়েছিল বার্সেলোনা। ম্যাচ জিতে বার্সার স্বাগতকে সুন্দরভাবে গ্রহণ করলেও একটি অভিযোগ তুলেছে মাদ্রিদের ক্লাবটি। বর্ণবাদের শিকার হয়েছেন রিয়ালের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। এই ঘটনায় তদন্তে নেমেছে বার্সা। বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে শনিবার (২৮ অক্টোবর) লা লিগার ম্যাচে পিছিয়ে পড়েও জুড বেলিংহ্যামের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় রিয়াল। তাদের দ্বিতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে। ওই গোলের পরপরই বর্ণবাদী আচরণের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় বার্সেলোনার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। ম্যাচের পরদিন এক বিবৃতিতে তদন্তের ব্যাপারটি নিশ্চিত করেছে কালাতান ক্লাবটি, প্রতিপক্ষের প্রতি সম্মান দেখানো সহ বার্সেলোনা সবসময় খেলাধুলার মূল্যবোধ রক্ষা করবে। আমরা যে কোনো বর্ণবাদী আচরণের তদন্ত করবো।’

শুধু বার্সেলোনা নয়, এই ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে লা লিগা কর্তৃপক্ষও। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তারা ইতোমধ্যেই শুরু থেকেই কাজ করছে বলে জানিয়েছে। খুব দ্রুত জড়িতদের বের করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ লিগ কর্তৃপক্ষ।

লা লিগায় ভিনিসিয়াসের সঙ্গে বর্ণবাদী আচরণ যেন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর আগে গত মৌসুমেও ক্লাসিকোয় বর্ণবাদের শিকার হয়েছিলেন তিনি। সেবার বর্ণবাদী আচরণের আটটি ঘটনা নথিভুক্ত হয়। সেই ঘটনার পর গত সপ্তাহে সেভিয়ার মাঠেও বর্ণবাদী আচরনের শিকার হন ব্রাজিলিয়ান তারকা। তখন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় সেভিয়া। তারা বর্ণবাদী আচরণ করা দর্শককে স্টেডিয়াম থেকে বের করে দেয়। এই ঘটনায় সেভিয়া কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছিলেন ভিনিসিয়াস।