ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আদালতে হাজির হতে তাবাসসুম উর্মির বিরুদ্ধে সমন জারি

  • লিমন হোসেন
  • আপডেট সময় ০৮:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • 156

উর্মি

সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে আগামী ২৮ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. জাকির হোসেনের আদালত এই নির্দেশ দেন।

এর আগে গণঅধিকার পরিষদের সদস্য আবু হানিফ বাদী হয়ে একই আদালতে তাপসীর বিরুদ্ধে মামলা করেন।

আইনজীবী খাদেমুল ইসলাম জানান, শুনানি শেষে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন এবং এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে প্রথম নিহত হন। তাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় তাপসীর বিরুদ্ধে এই মামলা করা হয়।

জনপ্রিয় সংবাদ

আদালতে হাজির হতে তাবাসসুম উর্মির বিরুদ্ধে সমন জারি

আপডেট সময় ০৮:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে আগামী ২৮ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মো. জাকির হোসেনের আদালত এই নির্দেশ দেন।

এর আগে গণঅধিকার পরিষদের সদস্য আবু হানিফ বাদী হয়ে একই আদালতে তাপসীর বিরুদ্ধে মামলা করেন।

আইনজীবী খাদেমুল ইসলাম জানান, শুনানি শেষে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন এবং এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে প্রথম নিহত হন। তাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় তাপসীর বিরুদ্ধে এই মামলা করা হয়।