ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

স্লোগানে-সংগীতে উত্তাল জামায়াতের সমাবেশস্থল

স্লোগানে-সংগীতে উত্তাল জামায়াতের সমাবেশস্থল

মৌখিক অনুমতি পাওয়ার পর সরকারবিরোধী নানা স্লোগান আর প্রতিবাদী সংগীতে সমাবেশস্থল উত্তাল করে তুলেছেন জামায়াত শিবির-নেতাকর্মীরা। শনিবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আরামবাগ মোড়ে জামায়াত-শিবির নেতাকর্মীদের প্রতিবাদী সংগীত পরিবেশন ও সরকারবিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়।

আবদুল্লাহ আল সাইফ নামের এক শিবিরকর্মী বলেন, প্রতিবাদী ইসলামী সংগীত আমাদের সঙ্গীদের উজ্জীবিত করছে। আমরা আমাদের সিদ্ধান্তে অনড়। গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলনে আমাদের লাখ লাখ নেতাকর্মী যোগ দিয়েছে। স্বৈরাচারী শাসন নিপাতের সময় এসেছে।

এর আগে রাজধানীর আরামবাগের নটরডেম কলেজের সামনে জড়ো হন হাজার হাজার জামায়াত-শিবির নেতাকর্মী। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টার দিকে তারা শাপলা চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ তাদের নটরডেম কলেজ ফুটওভার ব্রিজের সামনে আটকে দেয়।

এদিকে যেকোনো ধরনের বিরূপ পরিস্থিতি এড়াতে মতিঝিল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান নিতে দেখা গেছে। রাজধানীর টিকাটুলি মোড়, দৈনিক বাংলা মোড়, শাপলা চত্বর এলাকা, নটেরডেম কলেজের গলি, বাংলাদেশ ব্যাংকের পেছনের গলিসহ পুরো এলাকায় মোতায়েন রয়েছে আনসার ব্যাটালিয়ন, র‍্যাব ও পুলিশ। আনসার ও পুলিশের অন্তত ৫০টি টহল গাড়িকে সতর্কাবস্থায় চলাচল করতে দেখা গেছে।

জনপ্রিয় সংবাদ

বিদেশে ৮ হাজার কোটি টাকার সম্পত্তি সাবেক ভূমিমন্ত্রীর

স্লোগানে-সংগীতে উত্তাল জামায়াতের সমাবেশস্থল

আপডেট সময় ০২:৫৭:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

মৌখিক অনুমতি পাওয়ার পর সরকারবিরোধী নানা স্লোগান আর প্রতিবাদী সংগীতে সমাবেশস্থল উত্তাল করে তুলেছেন জামায়াত শিবির-নেতাকর্মীরা। শনিবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আরামবাগ মোড়ে জামায়াত-শিবির নেতাকর্মীদের প্রতিবাদী সংগীত পরিবেশন ও সরকারবিরোধী নানা স্লোগান দিতে দেখা যায়।

আবদুল্লাহ আল সাইফ নামের এক শিবিরকর্মী বলেন, প্রতিবাদী ইসলামী সংগীত আমাদের সঙ্গীদের উজ্জীবিত করছে। আমরা আমাদের সিদ্ধান্তে অনড়। গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলনে আমাদের লাখ লাখ নেতাকর্মী যোগ দিয়েছে। স্বৈরাচারী শাসন নিপাতের সময় এসেছে।

এর আগে রাজধানীর আরামবাগের নটরডেম কলেজের সামনে জড়ো হন হাজার হাজার জামায়াত-শিবির নেতাকর্মী। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টার দিকে তারা শাপলা চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ তাদের নটরডেম কলেজ ফুটওভার ব্রিজের সামনে আটকে দেয়।

এদিকে যেকোনো ধরনের বিরূপ পরিস্থিতি এড়াতে মতিঝিল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান নিতে দেখা গেছে। রাজধানীর টিকাটুলি মোড়, দৈনিক বাংলা মোড়, শাপলা চত্বর এলাকা, নটেরডেম কলেজের গলি, বাংলাদেশ ব্যাংকের পেছনের গলিসহ পুরো এলাকায় মোতায়েন রয়েছে আনসার ব্যাটালিয়ন, র‍্যাব ও পুলিশ। আনসার ও পুলিশের অন্তত ৫০টি টহল গাড়িকে সতর্কাবস্থায় চলাচল করতে দেখা গেছে।