ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

‘আমি ইহুদী নই তবে আমি একজন ইহুদিবাদী’, বললেন বাইডেন

নিজেকে একজন ইহুদীবাদী দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আমি মনে করি না যে জায়নবাদী হওয়ার জন্য আপনাকে একজন ইহুদিই হতে হবে এবং আমি নিজেই একজন জায়নবাদী (ইহুদীবাদী)।’
গত সপ্তাহে ইসরায়েল সফরের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে সাক্ষাৎকালে বাইডেন নিজের সম্পর্কে এ দাবি করেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই বৈঠকে উপস্থিত ইসরায়েলি রাজনীতিবিদ ও জেনারেলরা বাইডেনের এই মন্তব্যে সম্মতি জানিয়ে মাথা নাড়েন। ওই বৈঠকে উপস্থিত এক মার্কিন কর্মকর্তার মতে, এসময় বাইডেন হামাসের হামলা নিন্দা জানান এবং গাজায় ইসরায়েলের অভিযানের সমর্থনও জানান।

বাইডেন একজন আইরিশ বংশোদ্ভূত ক্যাথলিক। ইসরায়েলের সঙ্গে সখ্য দেখাতে বাইডেন এর আগেও এ ধরনের শব্দ ব্যবহার করেছেন। তবে এর আগে তা কোনো গণমাধ্যমে প্রকাশ পায়নি।

বাইডেন ইসরায়েলের বন্ধু হিসেবে পরিচিত। ইসরায়েলের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। চলমান সংঘাতে তিনি ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছেন।

গাজায় ইসরায়েলের হামলায় বেসামরিক মানুষের মৃত্যু এবং মানবিক বিপর্যয়ের কারণে বাইডেনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বিশ্ববাসীর সামনে চ্যালেঞ্জের সম্মুখীন করেছে।

এদিকে, দ্বিতীয় সপ্তাহ পার করলো হামাস-ইসরায়েলের মধ্যকার সংঘাত। এর মধ্যেই গাজায় হামলার তীব্রতা বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। যুদ্ধ পরবর্তী অবস্থায় ইসরায়েলি বাহিনীর ঝুঁকি কমানোর জন্যই এমন পরিকল্পনা বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র।

হামলার তীব্রতা বাড়ানোর পরিপ্রেক্ষিতে গাজার বাসিন্দাদের আরও দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। সেইসাথে হামাসের বিরুদ্ধে বিমান হামলা বাড়ানোর ঘোষণাও দিয়েছে ইসরায়েলি বাহিনী।

সংঘাতের মধ্যেই মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে যাচ্ছে আমেরিকা। এছাড়া অঞ্চলটি অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের কথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, মধ্যপ্রাচ্যজুড়ে ইরান ও তার যেসব প্রক্সি বাহিনী রয়েছে, তাদের কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

মানবিক দিক বিবেচনায় ইসরায়েলের দুই জিম্মিকে মুক্তি দিতে চাইলেও ইসরায়েল তাতে সাড়া দেয়নি বলে জানিয়েছে হামাস। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল।

অধিকৃত পশ্চিম তীরে জেনিনের শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এই অভিযানে শরণার্থী শিবিরে ঘটেছে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এই অভিযানের দায় স্বীকার করেছে ইসরায়েল।

ঢাকা ভয়েস/টিআই

জনপ্রিয় সংবাদ

পারিবারিক কলহ: মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা!

‘আমি ইহুদী নই তবে আমি একজন ইহুদিবাদী’, বললেন বাইডেন

আপডেট সময় ০৭:২৫:১১ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

নিজেকে একজন ইহুদীবাদী দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আমি মনে করি না যে জায়নবাদী হওয়ার জন্য আপনাকে একজন ইহুদিই হতে হবে এবং আমি নিজেই একজন জায়নবাদী (ইহুদীবাদী)।’
গত সপ্তাহে ইসরায়েল সফরের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে সাক্ষাৎকালে বাইডেন নিজের সম্পর্কে এ দাবি করেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এই বৈঠকে উপস্থিত ইসরায়েলি রাজনীতিবিদ ও জেনারেলরা বাইডেনের এই মন্তব্যে সম্মতি জানিয়ে মাথা নাড়েন। ওই বৈঠকে উপস্থিত এক মার্কিন কর্মকর্তার মতে, এসময় বাইডেন হামাসের হামলা নিন্দা জানান এবং গাজায় ইসরায়েলের অভিযানের সমর্থনও জানান।

বাইডেন একজন আইরিশ বংশোদ্ভূত ক্যাথলিক। ইসরায়েলের সঙ্গে সখ্য দেখাতে বাইডেন এর আগেও এ ধরনের শব্দ ব্যবহার করেছেন। তবে এর আগে তা কোনো গণমাধ্যমে প্রকাশ পায়নি।

বাইডেন ইসরায়েলের বন্ধু হিসেবে পরিচিত। ইসরায়েলের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। চলমান সংঘাতে তিনি ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছেন।

গাজায় ইসরায়েলের হামলায় বেসামরিক মানুষের মৃত্যু এবং মানবিক বিপর্যয়ের কারণে বাইডেনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বিশ্ববাসীর সামনে চ্যালেঞ্জের সম্মুখীন করেছে।

এদিকে, দ্বিতীয় সপ্তাহ পার করলো হামাস-ইসরায়েলের মধ্যকার সংঘাত। এর মধ্যেই গাজায় হামলার তীব্রতা বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। যুদ্ধ পরবর্তী অবস্থায় ইসরায়েলি বাহিনীর ঝুঁকি কমানোর জন্যই এমন পরিকল্পনা বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র।

হামলার তীব্রতা বাড়ানোর পরিপ্রেক্ষিতে গাজার বাসিন্দাদের আরও দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। সেইসাথে হামাসের বিরুদ্ধে বিমান হামলা বাড়ানোর ঘোষণাও দিয়েছে ইসরায়েলি বাহিনী।

সংঘাতের মধ্যেই মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে যাচ্ছে আমেরিকা। এছাড়া অঞ্চলটি অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের কথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, মধ্যপ্রাচ্যজুড়ে ইরান ও তার যেসব প্রক্সি বাহিনী রয়েছে, তাদের কর্মকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

মানবিক দিক বিবেচনায় ইসরায়েলের দুই জিম্মিকে মুক্তি দিতে চাইলেও ইসরায়েল তাতে সাড়া দেয়নি বলে জানিয়েছে হামাস। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল।

অধিকৃত পশ্চিম তীরে জেনিনের শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এই অভিযানে শরণার্থী শিবিরে ঘটেছে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ। এই অভিযানের দায় স্বীকার করেছে ইসরায়েল।

ঢাকা ভয়েস/টিআই