ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়  জুলাই-আগস্টের আন্দোলনে নিজেদের ৪২২ নেতাকর্মী নিহত বলে দাবি বিএনপির জেএসসির ২৫% এবং এসএসসির ৭৫% নম্বর নিয়ে এইচএসসির ফলাফল প্রকাশের প্রস্তুতি বৃষ্টি কমে কাল থেকে বাড়তে পারে গরম চোরাপথে ভারতে পালাচ্ছেন সাবেক মন্ত্রী-এমপি ও নেতারা বাংলাদেশকে ২০০ মি‌লিয়ন ডলার সহায়তা দি‌ল যুক্তরাষ্ট্র মিরপুরে ‘স্বৈরাচারের চল্লিশা’ পালন ঢাকাসহ ১৫ জেলায় দুপুরের মধ্যে দমকা হাওয়ার বজ্রসহ বৃষ্টি আভাস নাইজেরিয়ায় নৌকা ডুবে আনুমানি ৬৪ জনের কৃষকের মৃত্যু গাজীপুরে কাভার্ডভ্যানে সিএনজির ধাক্কা, শিশুসহ নিহত ৫

ভারতের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ?

  • নিজস্ব সংবাদ
  • আপডেট সময় ০১:২৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • 239

ভারতের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ?

টানা দুই পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। আজ (বৃহস্পতিবার) পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে দুই প্রতিবেশী দেশের হাই-ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

তবে গুরুত্বপুর্ণ এ ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসান খেলতে পারবেন কী পারবেন না, তা নিয়ে ম্যাচের আগেরদিন স্পষ্ট ধারণা দিতে পারেননি কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শুধু জানিয়েছেন, আজ সকালে স্ক্যান রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেয়া হবে। টিম ম্যানেজমেন্ট থেকেও প্রায় একই কথা বলা হচ্ছে।

তবে, আজ সকাল থেকে সাংবাদিকরা অপেক্ষা করেও বুঝতে পারছেন না, আসলে বাংলাদেশ অধিনায়ক খেলতে পারবেন কী পারবেন না। সাকিব আল হাসান খেলতে না পারলে তার পরিবর্তে একাদশে কে আসবেন? সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।

এছাড়া ওপেনিং নিয়ে যেহেতু বাংলাদেশ দলের একটু সমস্যা হচ্ছে, সেখানে একটা পরিবর্তন আসলেও আসতে পারে। হয়তো তানজিদ হাসান তামিমকে বাদ দিয়ে মেহেদী হাসান মিরাজকে দিয়ে ওপেনিং করিয়ে নিচের দিকে একজন স্পিনার বেশি খেলানো হতে পারে। শেখ মাহদি এবং নাসুম আহমেদের যে কেউ একজন হয়তো খেলতে পারেন স্পিন বিশেষজ্ঞ হিসেবে। পেস ডিপার্টমেন্টেও পরিবর্তন আসতে পারে।

এশিয়া কাপে ভারতের বিপক্ষে বল হাতে দুর্দান্ত বোলিং করেছিলেন তানজিম হাসান সাকিব। আজ তাকে একাদশে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। হয়তো ডানহাতি পেসার হাসান মাহমুদও একাদশে চলে আসতে পারেন। সে ক্ষেত্রে তাসকিন এবং শরিফুল কিংবা মোস্তাফিজের দু’জনকে বসতে হবে সাইড বেঞ্চে।

বিশ্বকাপে এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে রয়েছে সাকিব আল হাসান অ্যান্ড কোং। এই পরিস্থিতিতে আজ ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের।

ভারতীয় একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম। উইনিং কম্বিনেশন নিয়েই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা বেশি তাদের। সে ক্ষেত্রে এই ম্যাচেও তাহলে রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন শার্দুল ঠাকুর।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ/মেহেদী হাসান, তাসকিন আহমেদ/তানজিম হাসান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ/মোস্তাফিজুর রহমান।

ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ, জশপ্রিত বুমরাহ

ঢাকা ভয়েস/টিআই

জনপ্রিয় সংবাদ

‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় 

ভারতের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ?

আপডেট সময় ০১:২৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

টানা দুই পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। আজ (বৃহস্পতিবার) পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে দুই প্রতিবেশী দেশের হাই-ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

তবে গুরুত্বপুর্ণ এ ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসান খেলতে পারবেন কী পারবেন না, তা নিয়ে ম্যাচের আগেরদিন স্পষ্ট ধারণা দিতে পারেননি কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শুধু জানিয়েছেন, আজ সকালে স্ক্যান রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেয়া হবে। টিম ম্যানেজমেন্ট থেকেও প্রায় একই কথা বলা হচ্ছে।

তবে, আজ সকাল থেকে সাংবাদিকরা অপেক্ষা করেও বুঝতে পারছেন না, আসলে বাংলাদেশ অধিনায়ক খেলতে পারবেন কী পারবেন না। সাকিব আল হাসান খেলতে না পারলে তার পরিবর্তে একাদশে কে আসবেন? সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।

এছাড়া ওপেনিং নিয়ে যেহেতু বাংলাদেশ দলের একটু সমস্যা হচ্ছে, সেখানে একটা পরিবর্তন আসলেও আসতে পারে। হয়তো তানজিদ হাসান তামিমকে বাদ দিয়ে মেহেদী হাসান মিরাজকে দিয়ে ওপেনিং করিয়ে নিচের দিকে একজন স্পিনার বেশি খেলানো হতে পারে। শেখ মাহদি এবং নাসুম আহমেদের যে কেউ একজন হয়তো খেলতে পারেন স্পিন বিশেষজ্ঞ হিসেবে। পেস ডিপার্টমেন্টেও পরিবর্তন আসতে পারে।

এশিয়া কাপে ভারতের বিপক্ষে বল হাতে দুর্দান্ত বোলিং করেছিলেন তানজিম হাসান সাকিব। আজ তাকে একাদশে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। হয়তো ডানহাতি পেসার হাসান মাহমুদও একাদশে চলে আসতে পারেন। সে ক্ষেত্রে তাসকিন এবং শরিফুল কিংবা মোস্তাফিজের দু’জনকে বসতে হবে সাইড বেঞ্চে।

বিশ্বকাপে এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে রয়েছে সাকিব আল হাসান অ্যান্ড কোং। এই পরিস্থিতিতে আজ ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের।

ভারতীয় একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম। উইনিং কম্বিনেশন নিয়েই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা বেশি তাদের। সে ক্ষেত্রে এই ম্যাচেও তাহলে রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে একাদশে জায়গা পেতে পারেন শার্দুল ঠাকুর।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ/মেহেদী হাসান, তাসকিন আহমেদ/তানজিম হাসান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ/মোস্তাফিজুর রহমান।

ভারতের সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ, জশপ্রিত বুমরাহ

ঢাকা ভয়েস/টিআই