ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতা আনল টাইগাররা Logo টানা ৪১ দিন নামাজ আদায়কারী শিশুদের সাইকেল উপহার দিলো জামায়াত Logo ‘১৫ বছর কী ধরনের সাংবাদিকতা হয়েছে, জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে’ Logo গোয়াইনঘাটে বাজার দখল নিয়ে আওয়ামী-বিএনপির সংঘর্ষ; আহত ১৫ Logo তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ Logo ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি হয়নি ইরান: ট্রাম্প Logo তিন মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ Logo থানায় হামলার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন মাহমুদুর রহমানের Logo আওয়ামী নেতাদের পৈশাচিক নিপীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য : তারেক রহমান Logo সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

কোপায় হারার পরও দরিভালকে বিদায় করবে না ব্রাজিল

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। ব্রাজিলের লক্ষ্য হেক্সা-বিশ্বকাপ জয়, কিন্তু কোপাতেও ফাইনালে উঠতে পারলো না!

কোচ দরিভাল জুনিয়র তাই আছেন সমর্থকদের তোপের মুখে। কিন্তু ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) আস্থা হারাচ্ছে না তার ওপর। ফেডারেশনের প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ জানিয়েছেন, কমপক্ষে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে থাকবেন দরিভাল।

কোপা আমেরিকায় ব্রাজিল খুব একটা ভালো করতে পারেনি। গ্রুপপর্বে তিন ম্যাচে মাত্র একটিতে জয় পায়। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর পেনাল্টিতে হারে ৪-২ ব্যবধানে।

তবে সিবিএফের প্রধান মনে করছেন, দরিভালকে আরও সময় দেওয়া উচিত। ইএসপিএন ব্রাজিলকে তিনি বলেন, ‘দুই মাসের মধ্যে (সেপ্টেম্বরে) আমাদের বিশ্বকাপ বাছাইয়ের খেলা আছে। আমাদের পরিকল্পনা হলো, তাকে (দরিভাল) দায়িত্বে রাখার।’

‘এটা বিশ্বকাপ চক্র। তিনি এবং তার কোচিং স্টাফ বুঝতে পেরেছে, কোন জায়গাটা ঠিক করতে হবে। দরিভাল ভালো করেই জানেন, কোথায় সমস্যাটা হচ্ছে। এভাবেই একটি জয়ী দল গড়ে উঠে।’

কোপা আমেরিকায় ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছেন দরিভাল। কিন্তু তিনি এও মনে করেন, এই দলটির উন্নতির ভালো সুযোগ আছে।

ব্রাজিল সবশেষ কোপা আমেরিকা জিতেছিল ২০১৯ সালে। তবে দুই বছর পর কোপায় আর্জেন্টিনার কাছে ঘরের মাঠে ১-০ ব্যবধানে হারে ব্রাজিল। তারপর থেকেই যেন তাদের দৈন্যদশা শুরু হয়েছে। ২০২২ বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ছয় ম্যাচে মাত্র দুটিতে জিতেছে ব্রাজিল। এরই মধ্যে গত জানুয়ারিতে দরিভালকে নিয়োগ দেওয়া হয়। দরিভালের অধীনে আগামী ৪ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্ব মিশন ফের শুরু করবে সেলেসাওরা।

জনপ্রিয় সংবাদ

রোমাঞ্চকর জয়ে সিরিজে সমতা আনল টাইগাররা

কোপায় হারার পরও দরিভালকে বিদায় করবে না ব্রাজিল

আপডেট সময় ০১:০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। ব্রাজিলের লক্ষ্য হেক্সা-বিশ্বকাপ জয়, কিন্তু কোপাতেও ফাইনালে উঠতে পারলো না!

কোচ দরিভাল জুনিয়র তাই আছেন সমর্থকদের তোপের মুখে। কিন্তু ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) আস্থা হারাচ্ছে না তার ওপর। ফেডারেশনের প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ জানিয়েছেন, কমপক্ষে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে থাকবেন দরিভাল।

কোপা আমেরিকায় ব্রাজিল খুব একটা ভালো করতে পারেনি। গ্রুপপর্বে তিন ম্যাচে মাত্র একটিতে জয় পায়। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর পেনাল্টিতে হারে ৪-২ ব্যবধানে।

তবে সিবিএফের প্রধান মনে করছেন, দরিভালকে আরও সময় দেওয়া উচিত। ইএসপিএন ব্রাজিলকে তিনি বলেন, ‘দুই মাসের মধ্যে (সেপ্টেম্বরে) আমাদের বিশ্বকাপ বাছাইয়ের খেলা আছে। আমাদের পরিকল্পনা হলো, তাকে (দরিভাল) দায়িত্বে রাখার।’

‘এটা বিশ্বকাপ চক্র। তিনি এবং তার কোচিং স্টাফ বুঝতে পেরেছে, কোন জায়গাটা ঠিক করতে হবে। দরিভাল ভালো করেই জানেন, কোথায় সমস্যাটা হচ্ছে। এভাবেই একটি জয়ী দল গড়ে উঠে।’

কোপা আমেরিকায় ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছেন দরিভাল। কিন্তু তিনি এও মনে করেন, এই দলটির উন্নতির ভালো সুযোগ আছে।

ব্রাজিল সবশেষ কোপা আমেরিকা জিতেছিল ২০১৯ সালে। তবে দুই বছর পর কোপায় আর্জেন্টিনার কাছে ঘরের মাঠে ১-০ ব্যবধানে হারে ব্রাজিল। তারপর থেকেই যেন তাদের দৈন্যদশা শুরু হয়েছে। ২০২২ বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ছয় ম্যাচে মাত্র দুটিতে জিতেছে ব্রাজিল। এরই মধ্যে গত জানুয়ারিতে দরিভালকে নিয়োগ দেওয়া হয়। দরিভালের অধীনে আগামী ৪ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্ব মিশন ফের শুরু করবে সেলেসাওরা।