ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিড়াল আতঙ্কে নোবিপ্রবির বঙ্গমাতা হলের শিক্ষার্থীরা কেএনএফ নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক গ্রেপ্তার ভারত চীন রাশিয়া বেলারুশ রাজশাহীর আম নিতে আগ্রহী : কৃষিমন্ত্রী র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র ৬ তারিখে বাজেট দেব, বাস্তবায়নও করব : প্রধানমন্ত্রী বিশ্বের ধনী খেলোয়াড়দেশর শীর্ষে রোনালদো, তিনে মেসি ক্যাফেটেরিয়ার মানহীন খাবারে স্বাস্থ্যঝুঁকিতে পাবিপ্রবি শিক্ষার্থীরা বরিশালে শের-ই-বাংলা যুব সংসদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন পবা উপজেলা পরিষদ নির্বাচন: প্রবীনদের ভীড়ে নবীন প্রার্থী পপি আলোচনার শীর্ষে  প্রশাসনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিবির

প্রশাসন ক্যাডারের জন্য এবার ১৮৩৩ কোটি টাকার প্রকল্প ব্যয় বরাদ্দ

  • আর. আমিন
  • আপডেট সময় ১২:২৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • 25

ছবি: ঢাকা ভয়েস২৪

‘বঙ্গবন্ধু বিসিএস প্রশাসন একাডেমি’নামে কেরানীগঞ্জে ১ হাজার ৮৩৩ কোটি টাকা ব্যয়ে আরেকটি নতুন প্রশিক্ষণকেন্দ্র করার প্রকল্প নিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ৯টি প্রশিক্ষণকেন্দ্র এখনই আছে। সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ১ হাজার ২০৭ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন তৈরিসহ সক্ষমতা বাড়ানোর কাজও চলছে। এরই মধ্যে নতুন এই প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠায় একটি প্রস্তাব গত মার্চ মাসে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। কমিশন প্রকল্প প্রস্তাবটি পর্যালোচনা করছে।

এর আগে ২০২১ সালে কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ-সংলগ্ন ৭০০ একর জমি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন’ করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়কে। বন বিভাগের হিসাবে ওই জমির বাজারমূল্য প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা। রক্ষিত বনের জমি প্রশিক্ষণকেন্দ্র করতে বরাদ্দ দেওয়ায় তখন বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছিল। তবে জমিটির বরাদ্দ এখনো বাতিল হয়নি বলে জানিয়েছে বন বিভাগ।

বর্তমানে ৯টি প্রশিক্ষণকেন্দ্র থাকা এবং একটির সক্ষমতা ব্যাপকভাবে বাড়ানোর পরও নতুন প্রশিক্ষণকেন্দ্র কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারের বর্তমান আর্থিক সংকটের মধ্যে এ ধরনের প্রকল্প নেওয়ার যৌক্তিকতা আছে কি না, সেই প্রশ্নও তুলছেন কেউ কেউ।জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশিক্ষণকেন্দ্র করতে এমন সময় প্রকল্প নিচ্ছে, যখন সরকার আর্থিক সংকটে রয়েছে। বিদ্যুৎ, সারসহ বিভিন্ন খাতে ভর্তুকি ছাড় করা যাচ্ছে না। রাজস্ব আয় বাড়াতে দফায় দফায় বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। বিভিন্ন খাতে করছাড় সুবিধা তুলে নেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সরকারকে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ছোট রাখার পরামর্শ দিয়েছে।

সূত্র: মন্ত্রনালয় ও প্রথম আলো

জনপ্রিয় সংবাদ

বিড়াল আতঙ্কে নোবিপ্রবির বঙ্গমাতা হলের শিক্ষার্থীরা

প্রশাসন ক্যাডারের জন্য এবার ১৮৩৩ কোটি টাকার প্রকল্প ব্যয় বরাদ্দ

আপডেট সময় ১২:২৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

‘বঙ্গবন্ধু বিসিএস প্রশাসন একাডেমি’নামে কেরানীগঞ্জে ১ হাজার ৮৩৩ কোটি টাকা ব্যয়ে আরেকটি নতুন প্রশিক্ষণকেন্দ্র করার প্রকল্প নিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ৯টি প্রশিক্ষণকেন্দ্র এখনই আছে। সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ১ হাজার ২০৭ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন তৈরিসহ সক্ষমতা বাড়ানোর কাজও চলছে। এরই মধ্যে নতুন এই প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠায় একটি প্রস্তাব গত মার্চ মাসে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। কমিশন প্রকল্প প্রস্তাবটি পর্যালোচনা করছে।

এর আগে ২০২১ সালে কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ-সংলগ্ন ৭০০ একর জমি ‘বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন’ করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়কে। বন বিভাগের হিসাবে ওই জমির বাজারমূল্য প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা। রক্ষিত বনের জমি প্রশিক্ষণকেন্দ্র করতে বরাদ্দ দেওয়ায় তখন বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছিল। তবে জমিটির বরাদ্দ এখনো বাতিল হয়নি বলে জানিয়েছে বন বিভাগ।

বর্তমানে ৯টি প্রশিক্ষণকেন্দ্র থাকা এবং একটির সক্ষমতা ব্যাপকভাবে বাড়ানোর পরও নতুন প্রশিক্ষণকেন্দ্র কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারের বর্তমান আর্থিক সংকটের মধ্যে এ ধরনের প্রকল্প নেওয়ার যৌক্তিকতা আছে কি না, সেই প্রশ্নও তুলছেন কেউ কেউ।জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশিক্ষণকেন্দ্র করতে এমন সময় প্রকল্প নিচ্ছে, যখন সরকার আর্থিক সংকটে রয়েছে। বিদ্যুৎ, সারসহ বিভিন্ন খাতে ভর্তুকি ছাড় করা যাচ্ছে না। রাজস্ব আয় বাড়াতে দফায় দফায় বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। বিভিন্ন খাতে করছাড় সুবিধা তুলে নেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সরকারকে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ছোট রাখার পরামর্শ দিয়েছে।

সূত্র: মন্ত্রনালয় ও প্রথম আলো