ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়ান গেমসে ভারতের কাছে বড় হার বাংলাদেশ

এশিয়ান গেমসে ভারতের কাছে বড় হার বাংলাদেশ

এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে রীতিমতো উড়ে গেছে বাংলাদেশ। ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশের সোনার স্বপ্নের ইতি ঘটেছে। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ভারতীয় বোলারদের সামনে দিশাহীন ব্যাটিং করেছেন মাহমুদুল হাসান জয়-সাইফ হাসানরা।

সর্বোচ্চ অপরাজিত ২৪ রান এসেছে সাতে নামা জাকের আলি অনিকের ব্যাট থেকে। এছাড়া পারভেজ হোসেন ইমন ২৩ রান করতে খেলেছেন ৩২ বল। মাহমুদুল হাসান ৫, সাইফ ২, জাকির হাসান ০, আফিফ হোসেন করেন ৭ রান। কেউই ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি।

বাঁহাতি স্পিনার সাই কিশোর ৩ ও অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর ২টি উইকেট নিয়েছেন। বাংলাদেশের ৯৭ রানের লক্ষ্য ১০ ওভারের মধ্যে তাড়া করে ফেলে ভারত। বাংলাদেশের ব্যাটার যেন টি-টোয়েন্টি ব্যাটিং শিখিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড় ও তিলক ভার্মা। শুরুতে শূন্য রানে যশস্বী জশসওয়ালকে তুলে নিলেও গায়কোয়াড় ও তিলক বাংলাদেশের বোলারদের কোনো পাত্তাই দেননি।

গায়কোয়াড় ২৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪০ রানে অপরাজিত থেকেছেন। তাঁর সঙ্গী তিলক করেছেন অপরাজিত ৫৫ রান। তিলকের ২৬ বলের ইনিংসে ৬ ছক্কা ও ২ চার।

জনপ্রিয় সংবাদ

বিদেশে ৮ হাজার কোটি টাকার সম্পত্তি সাবেক ভূমিমন্ত্রীর

এশিয়ান গেমসে ভারতের কাছে বড় হার বাংলাদেশ

আপডেট সময় ১২:৪৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে রীতিমতো উড়ে গেছে বাংলাদেশ। ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশের সোনার স্বপ্নের ইতি ঘটেছে। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। ভারতীয় বোলারদের সামনে দিশাহীন ব্যাটিং করেছেন মাহমুদুল হাসান জয়-সাইফ হাসানরা।

সর্বোচ্চ অপরাজিত ২৪ রান এসেছে সাতে নামা জাকের আলি অনিকের ব্যাট থেকে। এছাড়া পারভেজ হোসেন ইমন ২৩ রান করতে খেলেছেন ৩২ বল। মাহমুদুল হাসান ৫, সাইফ ২, জাকির হাসান ০, আফিফ হোসেন করেন ৭ রান। কেউই ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি।

বাঁহাতি স্পিনার সাই কিশোর ৩ ও অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর ২টি উইকেট নিয়েছেন। বাংলাদেশের ৯৭ রানের লক্ষ্য ১০ ওভারের মধ্যে তাড়া করে ফেলে ভারত। বাংলাদেশের ব্যাটার যেন টি-টোয়েন্টি ব্যাটিং শিখিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড় ও তিলক ভার্মা। শুরুতে শূন্য রানে যশস্বী জশসওয়ালকে তুলে নিলেও গায়কোয়াড় ও তিলক বাংলাদেশের বোলারদের কোনো পাত্তাই দেননি।

গায়কোয়াড় ২৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪০ রানে অপরাজিত থেকেছেন। তাঁর সঙ্গী তিলক করেছেন অপরাজিত ৫৫ রান। তিলকের ২৬ বলের ইনিংসে ৬ ছক্কা ও ২ চার।