ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

৪.৮ মাত্রা ভূমিকম্পে কেঁপে উঠল নিউ ইয়র্ক

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১০:৫৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
  • 127

৪.৮ মাত্রা ভূমিকম্পে কেঁপে উঠল নিউ ইয়র্ক

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, নিউ ইয়র্ক শহর শুক্রবার একটি ছোট ভূমিকম্পে কেঁপে ওঠে। ৪.৮ মাত্রার এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রতিবেশী নিউ জার্সি অঙ্গরাজ্যে। এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

একজন এএফপি সংবাদদাতা জানিয়েছেন, ব্রুকলিনের ভবন ও ফার্নিচারগুলো এ সময় কেঁপে ওঠে। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গাজার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক কম্পনের পর সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল বলেও গণমাধ্যমটি জানিয়েছে। সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি জান্তি সোয়েরিপ্টো এ সময় বলেন, ‘এটা কি ভূমিকম্প?’

এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ফিলাডেলফিয়া থেকে নিউ ইয়র্ক পর্যন্ত এবং লং আইল্যান্ড বরাবর পূর্ব দিকে ভূমিকম্প অনুভব করেছেন বলে জানিয়েছেন। বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের এক্স অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘আমি ভালো আছি।

৪.৮ মাত্রা ভূমিকম্পে কেঁপে উঠল নিউ ইয়র্ক

আপডেট সময় ১০:৫৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, নিউ ইয়র্ক শহর শুক্রবার একটি ছোট ভূমিকম্পে কেঁপে ওঠে। ৪.৮ মাত্রার এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রতিবেশী নিউ জার্সি অঙ্গরাজ্যে। এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

একজন এএফপি সংবাদদাতা জানিয়েছেন, ব্রুকলিনের ভবন ও ফার্নিচারগুলো এ সময় কেঁপে ওঠে। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গাজার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক কম্পনের পর সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল বলেও গণমাধ্যমটি জানিয়েছে। সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি জান্তি সোয়েরিপ্টো এ সময় বলেন, ‘এটা কি ভূমিকম্প?’

এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ফিলাডেলফিয়া থেকে নিউ ইয়র্ক পর্যন্ত এবং লং আইল্যান্ড বরাবর পূর্ব দিকে ভূমিকম্প অনুভব করেছেন বলে জানিয়েছেন। বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের এক্স অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘আমি ভালো আছি।