ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভোটকেন্দ্রে গোলাগুলির ঘটনায় কুমিল্লা মহানগর ছাত্রদল সভাপতি আটক

মেয়র পদে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উপনির্বাচনে একটি কেন্দ্রে দু’গ্রুপের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধের ঘটনায় মহানগর ছাত্রদলের সভাপতি আবু সুফিয়ান অন্তুকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানের নেতৃত্বে একটি দল তাকে আটক করে। এর আগে সকালে ভোটগ্রহণ চলাকালে ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে দু’পক্ষের গোলাগুলির ঘটনায় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তাহসীন বাহার ও নিজাম উদ্দিন কায়সারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়। এ ঘটনায় কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি আবু সুফিয়ান অন্তুকে (২৭) রাজাপাড়ার বাসার সামনে থেকে আটক করে পুলিশ।

আটক হওয়া অন্তুর মায়ের দাবি, সংঘর্ষের ঘটনায় তার ছেলে জড়িত নয়। অন্তু সে সময় বাড়িতে অবস্থান করছিল।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, এখানে একটি সংঘর্ষের ঘটনায় দুজন আহত হয়েছে। ঘটনার পরই আমরা সাঁড়াশি অভিযানে নেমেছি। অন্তুকে কোনো বা কোনো অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে, সে ব্যাপারে কিছু বলতে রাজি হননি এই পুলিশ কর্মকর্তা।

তিনি আরও বলেন, আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত সবাইকে শনাক্তের চেষ্টা করছি।

জনপ্রিয় সংবাদ

ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টারের সন্ধান মিলেছে , ‘প্রাণের অস্তিত্ব নেই’

ভোটকেন্দ্রে গোলাগুলির ঘটনায় কুমিল্লা মহানগর ছাত্রদল সভাপতি আটক

আপডেট সময় ০৬:০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

মেয়র পদে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উপনির্বাচনে একটি কেন্দ্রে দু’গ্রুপের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধের ঘটনায় মহানগর ছাত্রদলের সভাপতি আবু সুফিয়ান অন্তুকে আটক করেছে পুলিশ।

শনিবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানের নেতৃত্বে একটি দল তাকে আটক করে। এর আগে সকালে ভোটগ্রহণ চলাকালে ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে দু’পক্ষের গোলাগুলির ঘটনায় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে তাহসীন বাহার ও নিজাম উদ্দিন কায়সারের সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়। এ ঘটনায় কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি আবু সুফিয়ান অন্তুকে (২৭) রাজাপাড়ার বাসার সামনে থেকে আটক করে পুলিশ।

আটক হওয়া অন্তুর মায়ের দাবি, সংঘর্ষের ঘটনায় তার ছেলে জড়িত নয়। অন্তু সে সময় বাড়িতে অবস্থান করছিল।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, এখানে একটি সংঘর্ষের ঘটনায় দুজন আহত হয়েছে। ঘটনার পরই আমরা সাঁড়াশি অভিযানে নেমেছি। অন্তুকে কোনো বা কোনো অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে, সে ব্যাপারে কিছু বলতে রাজি হননি এই পুলিশ কর্মকর্তা।

তিনি আরও বলেন, আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত সবাইকে শনাক্তের চেষ্টা করছি।