ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নারায়ণগঞ্জে ১৬ বাড়ি ভাঙচুরসহ ব্যাপক লুট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও ব্যাপক লুটপাট করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় নারী-পুরুষ ও শিশুদের মাঝে আতঙ্কক ছড়িয়ে পড়ে।

পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাহেরচর গ্রামে দীর্ঘদিন ধরে শাহ আলম ও জুলহাস মেম্বারের সাথে আওয়ামী লীগ নেতা তোফাজ্জলের দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর আগেই একাধিক বার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কয়েকটি মামলা ও চলছে। এরই মাঝে সোমবার রাতে শাহআলম ও ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জুলহাসের নেতৃত্বে শতশত লোক দেশীয় অস্ত্র, দা, ছুরা টেটা ও বল্লম নিয়ে তোফাজ্জলের বাড়িতে হামলা চালায়।

একপর্যায়ে সন্ত্রাসীরা ৪ দশমকি ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য আফরোজার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এতে নারী ও শিশুদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। সন্ত্রাসীরা একে একে ১৬টি ভাড়ি ভাঙচুর করে লুটপাট চালায়। হামলায় টেটাবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়। আহতদের মাঝে আখিনুর ও হিরাকে আড়াইহাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হামলার স্বীকার তোফাজ্জল ও নারী ইউপি সদস্য আফরোজা বলেন, এই রকম হামলার ঘটনা নজীরবিহীন। অভিযুক্ত জুলহাস মেম্বারকে তার মুঠাফোনে কল দিলে ও পাওয়া যায়নি।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। জড়িতরা কোনো অবস্থাতেই পার পাবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এখন থেকে ১৫ দিনে বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ করবে পিএসসি

নারায়ণগঞ্জে ১৬ বাড়ি ভাঙচুরসহ ব্যাপক লুট

আপডেট সময় ০৬:৪০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও ব্যাপক লুটপাট করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় নারী-পুরুষ ও শিশুদের মাঝে আতঙ্কক ছড়িয়ে পড়ে।

পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাহেরচর গ্রামে দীর্ঘদিন ধরে শাহ আলম ও জুলহাস মেম্বারের সাথে আওয়ামী লীগ নেতা তোফাজ্জলের দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলছিল। এর আগেই একাধিক বার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। বেশ কয়েকটি মামলা ও চলছে। এরই মাঝে সোমবার রাতে শাহআলম ও ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জুলহাসের নেতৃত্বে শতশত লোক দেশীয় অস্ত্র, দা, ছুরা টেটা ও বল্লম নিয়ে তোফাজ্জলের বাড়িতে হামলা চালায়।

একপর্যায়ে সন্ত্রাসীরা ৪ দশমকি ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য আফরোজার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এতে নারী ও শিশুদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। সন্ত্রাসীরা একে একে ১৬টি ভাড়ি ভাঙচুর করে লুটপাট চালায়। হামলায় টেটাবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়। আহতদের মাঝে আখিনুর ও হিরাকে আড়াইহাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হামলার স্বীকার তোফাজ্জল ও নারী ইউপি সদস্য আফরোজা বলেন, এই রকম হামলার ঘটনা নজীরবিহীন। অভিযুক্ত জুলহাস মেম্বারকে তার মুঠাফোনে কল দিলে ও পাওয়া যায়নি।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। জড়িতরা কোনো অবস্থাতেই পার পাবে না।