ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অধ্যক্ষকে গুলি করে হত্যার হুমকি দিলেন যুবলীগ নেতা, নীরব প্রশাসন বঙ্গোপসাগর উপকূলে লবণবোঝাই ২০ ট্রলার ডুবি, নিখোঁজ ৭০ ৬০ লাখ কর্মী বিদেশে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে : শফিকুর রহমান উপজেলায় শান্তিপূর্ণ ভোটে উপস্থিতি সন্তোষজনক: ওবায়দুল কাদের মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব বাংলাদেশেও পড়বে : প্রধানমন্ত্রী দেশে ফিরেই গ্রেফতার ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক অনিয়মের অভিযোগে বগুড়ায় প্রিসাইডিং কর্মকর্তাসহ আটক ২ ৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ হতে পারে বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডস; আটক ১৬৯ বার্নাব্যুতে আজ রিয়াল-বায়ার্ন মহারণের অপেক্ষায় ফুটবল দুনিয়া

পতাকা বৈঠকের পর ছাগল ফেরত দিল বিএসএফ

বাংলাদেশ থেকে ভারতে চলে গিয়েছিল তিনটি ছাগল। বোবা প্রাণীগুলো জানত না তাদের ওপারে যাওয়া মানা। ধরা পড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে। ছাগল তিনটিকে ফেরত পেতে বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৈঠকের পর প্রাণীগুলোকে ফেরত দেয় ভারতীয় জওয়ানরা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের হিলি সীমান্তের ৬ নম্বর বিজিবি পোস্টে সীমান্তের শূন্য রেখায় বিএসএফের উপপরিদর্শক (এসআই) রাজেস বালুদাহ ও বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমান পতাকা বৈঠকের মাধ্যমে ছাগলগুলো বাংলাদেশের অভ্যন্তরে আসে।

পরে ছাগলের মালিক চায়না বেগমকে বুঝিয়ে দিতে স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলামের হাতে প্রাণীগুলো তুলে দেওয়া হয়।

ছাগলের মালিক চায়না বেগম হিলির ধরন্দা এলাকার বাসিন্দা। তিনি জানান, গত সোমবার (১২ ফেব্রুয়ারি) ছাগল তিনটি খাবারের খোঁজে বাসা থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর ভারতে চলে গেছে জানতে পেরে বিজিবি সদস্যদের বিষয়টি জানান তিনি। চায়না বেগম বলেন, বিজিবি আজ পতাকা বৈঠকের মাধ্যমে আমার ছাগলগুলো ফিরিয়ে এনেছে।

এ বিষয়ে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমান বলেন, চায়না বেগমের ছাগলগুলো ভারতে চলে গেলে বিএসএফ জওয়ানরা সেগুলোকে নিজেদের হেফাজতে রাখে। আজ তাদের সঙ্গে কথা বলে প্রাণীগুলোকেত ফিরিয়ে এনে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

অধ্যক্ষকে গুলি করে হত্যার হুমকি দিলেন যুবলীগ নেতা, নীরব প্রশাসন

পতাকা বৈঠকের পর ছাগল ফেরত দিল বিএসএফ

আপডেট সময় ০৩:০০:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

বাংলাদেশ থেকে ভারতে চলে গিয়েছিল তিনটি ছাগল। বোবা প্রাণীগুলো জানত না তাদের ওপারে যাওয়া মানা। ধরা পড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে। ছাগল তিনটিকে ফেরত পেতে বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৈঠকের পর প্রাণীগুলোকে ফেরত দেয় ভারতীয় জওয়ানরা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের হিলি সীমান্তের ৬ নম্বর বিজিবি পোস্টে সীমান্তের শূন্য রেখায় বিএসএফের উপপরিদর্শক (এসআই) রাজেস বালুদাহ ও বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমান পতাকা বৈঠকের মাধ্যমে ছাগলগুলো বাংলাদেশের অভ্যন্তরে আসে।

পরে ছাগলের মালিক চায়না বেগমকে বুঝিয়ে দিতে স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলামের হাতে প্রাণীগুলো তুলে দেওয়া হয়।

ছাগলের মালিক চায়না বেগম হিলির ধরন্দা এলাকার বাসিন্দা। তিনি জানান, গত সোমবার (১২ ফেব্রুয়ারি) ছাগল তিনটি খাবারের খোঁজে বাসা থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর ভারতে চলে গেছে জানতে পেরে বিজিবি সদস্যদের বিষয়টি জানান তিনি। চায়না বেগম বলেন, বিজিবি আজ পতাকা বৈঠকের মাধ্যমে আমার ছাগলগুলো ফিরিয়ে এনেছে।

এ বিষয়ে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমান বলেন, চায়না বেগমের ছাগলগুলো ভারতে চলে গেলে বিএসএফ জওয়ানরা সেগুলোকে নিজেদের হেফাজতে রাখে। আজ তাদের সঙ্গে কথা বলে প্রাণীগুলোকেত ফিরিয়ে এনে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।