ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

এক লাল কার্ডে ৯ মাস নিষিদ্ধ

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে গেল ২ মার্চ অলিম্পিক লিওঁ’র কোচ পাউলো ফন্সেকা লাল কার্ড দেখেছিলেন। আর সেই এক লাল কার্ডে ৯ মাস নিষিদ্ধ হলেন তিনি। ব্রেস্টের বিপক্ষের ওই ম্যাচে পেনাল্টি সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রেফারির সঙ্গে তর্ক শুরু করেছিলেন তিনি। এক পর্যায়ে রেফারিকে মাথা দিয়ে আঘাতও করে বসেন। রেফারি বেনোয়া মিয়ে’র সিদ্ধান্ত ভিএআরের মাধ্যমে বদলে গেলেও রেফারির প্রতি ফন্সেকা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোয় তাকে লাল কার্ড দেখাতে বাধ্য হন।

সেই ম্যাচে লিওঁ ২-১ গোলে ব্রেস্টকে হারিয়েছিল। কিন্তু লাল কার্ড দেখে তাদের কোচ ৯ মাসের জন্য নিষিদ্ধ হলেন।

ফ্রেঞ্চ ফুটবল লিগ এক বিবৃতিতে জানায়, পর্তুগালের এই কোচ চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত ম্যাচ অফিসিয়ালদের কাছ থেকে দূরে থাকবেন এবং ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাকে ড্রেসিংরুম, মাঠ কিংবা টানেলেও যেতে পারবেন না।

ক্লাব লিওঁ ফন্সেকার শাস্তিকে অবশ্য ‘অভূতপূর্ব’ বলে উল্লেখ করেছে। ফন্সেকার অধীনে লিওঁ ৫ ম্যাচ খেলে ৩টিতে জয় ও ২টিতে হেরেছে। বর্তমানে লিওঁ ২৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে। ফন্সেকা ছাড়াও অলিম্পিক মার্শেইয়ের সভাপতি পাবলো লোঙ্গোরিয়াও সম্প্রতি ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ হন।

জনপ্রিয় সংবাদ

কানাডা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধে লিপ্ত থাকবে: ট্রুডো

এক লাল কার্ডে ৯ মাস নিষিদ্ধ

আপডেট সময় ১১:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে গেল ২ মার্চ অলিম্পিক লিওঁ’র কোচ পাউলো ফন্সেকা লাল কার্ড দেখেছিলেন। আর সেই এক লাল কার্ডে ৯ মাস নিষিদ্ধ হলেন তিনি। ব্রেস্টের বিপক্ষের ওই ম্যাচে পেনাল্টি সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে রেফারির সঙ্গে তর্ক শুরু করেছিলেন তিনি। এক পর্যায়ে রেফারিকে মাথা দিয়ে আঘাতও করে বসেন। রেফারি বেনোয়া মিয়ে’র সিদ্ধান্ত ভিএআরের মাধ্যমে বদলে গেলেও রেফারির প্রতি ফন্সেকা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোয় তাকে লাল কার্ড দেখাতে বাধ্য হন।

সেই ম্যাচে লিওঁ ২-১ গোলে ব্রেস্টকে হারিয়েছিল। কিন্তু লাল কার্ড দেখে তাদের কোচ ৯ মাসের জন্য নিষিদ্ধ হলেন।

ফ্রেঞ্চ ফুটবল লিগ এক বিবৃতিতে জানায়, পর্তুগালের এই কোচ চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত ম্যাচ অফিসিয়ালদের কাছ থেকে দূরে থাকবেন এবং ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তাকে ড্রেসিংরুম, মাঠ কিংবা টানেলেও যেতে পারবেন না।

ক্লাব লিওঁ ফন্সেকার শাস্তিকে অবশ্য ‘অভূতপূর্ব’ বলে উল্লেখ করেছে। ফন্সেকার অধীনে লিওঁ ৫ ম্যাচ খেলে ৩টিতে জয় ও ২টিতে হেরেছে। বর্তমানে লিওঁ ২৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে। ফন্সেকা ছাড়াও অলিম্পিক মার্শেইয়ের সভাপতি পাবলো লোঙ্গোরিয়াও সম্প্রতি ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ হন।