ব্রাজিলের জার্সিতে আবারো নেইমারকে দেখার অপেক্ষা ফুরাচ্ছে দর্শক-সমর্থকদের। তাকে রেখেই আজ বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন সেলেসাওদের কোচ দরিভাল জুনিয়র। এর আগে ৫২ সদস্যের দলেও ছিলেন নেইমার। এতে করে ১৭ মাসের অপেক্ষা ফুরাচ্ছে নেইমারেরও।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে খেলেছেন সান্তোসের স্ট্রাইকার। উরুগুয়ের বিপক্ষে পাওয়া হাঁটুর চোটে এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। মাঝে চোট কাটিয়ে ফিরে সাবেক ক্লাব আল হিলালের বিপক্ষে খেললেও আবার চোটে পড়েন। সর্বশেষ দলবদলে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে দুর্দান্ত ছন্দে আছেন তিনি।
৩ টি করে গোল ও অ্যাসিস্টের পুরস্কারই যেন পেলেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।
বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল। আগামী ২৬ মার্চ লিওনেল মেসিদের বিপক্ষে মাঠে নামার আগে ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে খেলবেন নেইমার-ভিনিসিয়ুস জুনিয়রা। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের তালিকায় বর্তমানে ১৮ পয়েন্টে ৫ নম্বরে আছে ব্রাজিল।
অন্যদিকে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ব্রাজিলের স্কোয়াড-
গোলরক্ষক: অ্যালিসন, বেন্তো, এদেরসন।
ডিফেন্ডার: দানিলো, গ্যাব্রিয়েল মাগালেস, গুইলার্মে আরানা, লিও অর্টিজ, মার্কিনিওস, মুরিল্লো, ভ্যান্ডারসন, ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, জেরসন, জয়েলিন্টন, নেইমার।
ফরোয়ার্ড: এস্তেভাও, জোয়াও পেদ্রো, রাফিনহা, রদ্রিগো, স্যাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথিউস কুনহা।