ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ২২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

এ বছর নির্বাচন হওয়ার মতো পরিবেশ এখনো হয়নি: রয়টার্সকে নাহিদ

জাতীয় নাগরিক পার্টির নেতা ও সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, এ বছর দেশে নির্বাচন হওয়া সম্ভব নয়। কারণ, নির্বাচনের পরিবেশ ও জনগণের নিরাপত্তা এখনো পুরোপুরি নিশ্চিত করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (৬ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, “গত সাত মাসে আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। এটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়েছে, তবে এখনো নির্বাচন আয়োজনের উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়নি।”

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করলে তা কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াবে।

কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বর্তমান আইন-শাসনের পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যবস্থা বিবেচনায় আমি মনে করি না এ বছর জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে।’
সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এ বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের কথা বলেছেন। কিন্তু সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানালেন ভিন্ন কথা।

তবে নির্বাচন যখনই হয়, তখনই জাতীয় নাগরিক পার্টি সেটিতে অংশ নিতে প্রস্তুত আছে বলে জানান নাহিদ। কিন্তু নির্বাচনের আগে ‘জুলাই ঘোষণাপত্রে’ সব রাজনৈতিক দলের ঐকমত্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ বলেন, ‘যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আমরা তাৎক্ষণিক নির্বাচনের ডাক দিতে পারব। কিন্তু যদি এতে সময় লাগে তাহলে নির্বাচন বিলম্বিত হতে হবে।

জনপ্রিয় সংবাদ

কানাডা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধে লিপ্ত থাকবে: ট্রুডো

এ বছর নির্বাচন হওয়ার মতো পরিবেশ এখনো হয়নি: রয়টার্সকে নাহিদ

আপডেট সময় ০৭:৩৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

জাতীয় নাগরিক পার্টির নেতা ও সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, এ বছর দেশে নির্বাচন হওয়া সম্ভব নয়। কারণ, নির্বাচনের পরিবেশ ও জনগণের নিরাপত্তা এখনো পুরোপুরি নিশ্চিত করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (৬ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, “গত সাত মাসে আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। এটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়েছে, তবে এখনো নির্বাচন আয়োজনের উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়নি।”

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করলে তা কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াবে।

কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বর্তমান আইন-শাসনের পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যবস্থা বিবেচনায় আমি মনে করি না এ বছর জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে।’
সম্প্রতি বিভিন্ন সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এ বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের কথা বলেছেন। কিন্তু সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানালেন ভিন্ন কথা।

তবে নির্বাচন যখনই হয়, তখনই জাতীয় নাগরিক পার্টি সেটিতে অংশ নিতে প্রস্তুত আছে বলে জানান নাহিদ। কিন্তু নির্বাচনের আগে ‘জুলাই ঘোষণাপত্রে’ সব রাজনৈতিক দলের ঐকমত্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ বলেন, ‘যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আমরা তাৎক্ষণিক নির্বাচনের ডাক দিতে পারব। কিন্তু যদি এতে সময় লাগে তাহলে নির্বাচন বিলম্বিত হতে হবে।