Friday, ১৯-জুলাই-২০১৯ ইং | রাত : ০৪:০০:৪৪ | আর্কাইভ

কুঁচকির চোট ছিটকে গেল মেসিকে

তারিখ: ২০১৯-০৩-২৩ ০৪:১২:৪০ | ক্যাটেগরী: খেলা | পঠিত: ৫২ বার

ভেনেজুয়েলার বিপক্ষে কাল রাতের প্রীতি ম্যাচে চোট পেয়েছেন লিওনেল মেসি। মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচটা তিনি খেলতে পারবেন না

মরক্কোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচটা কি খেলবেন? এ নিয়ে আগেই কানাঘুষো ছিল। সংবাদমাধ্যম জানিয়েছিল, লিওনেল মেসি শুধু ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচটা খেলবেন। চার দিন পর, মানে মঙ্গলবার মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচটা তিনি খেলবেন না। বার্সেলোনার হয়ে মৌসুমের শেষ ভাগের ব্যস্ততাকে তখন কারণ হিসেবে দেখিয়েছিল স্প্যানিশ সংবাদমাধ্যম। কাল রাতে ভেনেজুয়েলার বিপক্ষে যোগ হয়েছে আরেকটি কারণ—চোট। কুঁচকিতে চোট পেয়েছেন মেসি। মরক্কোর বিপক্ষে তাঁর মাঠে নামার কোনো সম্ভাবনা থেকে থাকলেও সেটি চোট পাওয়ার পর মিলিয়ে গেছে।

আর্জেন্টিনার জার্সিতে মেসির প্রত্যাবর্তন মোটেও ভালো হয়নি। কাল রাতে ভেনেজুয়েলার কাছে ৩-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। ম্যাচের পুরো সময় মাঠে ছিলেন মেসি। খেলা শেষে মেসির চোট পাওয়ার কথা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। স্কোয়াড থেকে বার্সা তারকার ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে তাঁরা। আটলান্টা মিডফিল্ডার গঞ্জালো মার্তিনেজও চোট পাওয়ায় মরক্কোর বিপক্ষে খেলতে পারবেন না।

মেসির কুঁচকির চোটে ভোগা নতুন কিছু নয়। ২০১৬ ও ২০১৭ সালেও এই চোটে ভুগেছেন তিনি। তবে মেসির চোট বার্সার জন্য দুশ্চিন্তার কারণ। এই মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টাইন তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে করেছেন ৩৯ গোল। আর বার্সাও পাচ্ছে ‘ট্রেবল’ জয়ের সুবাস। লা লিগার শীর্ষস্থান ও কোপা ডেল রে ফাইনাল নিশ্চিতের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেরও কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সা। আগামী শনিবার লা লিগায় এস্পানিওলের মুখোমুখি হবে আর্নেস্তো ভালভার্দের দল। তার আগেই মেসির সুস্থ হয়ে ওঠার আশায় থাকবে কাতালান ক্লাবটি।

তারিখ সিলেক্ট করে খুজুন