Friday, ১৯-জুলাই-২০১৯ ইং | রাত : ০৩:৩০:০০ | আর্কাইভ

শাহরুখ খানের চ্যাপটার শেষ!

তারিখ: ২০১৯-০১-২৩ ০৭:০৭:০৮ | ক্যাটেগরী: বিনোদন | পঠিত: ১০০ বার

শাহরুখ খান শেষ—এমন কথা খোদ ভক্তরাই বলছেন। আর দ্রুত ইমেজ বদলানোর জন্য নতুন ছবির কাজ শুরু করতে উদ্‌গ্রীব বলিউড বাদশা শাহরুখ খান। এখন হাতে যে ছবি আসবে, সেটিই করবেন তিনি। সম্প্রতি জানা গেছে তাঁর ‘ডন’ সিরিজের তৃতীয় ছবির নাম হবে ‘ডন: দ্য ফাইনাল চ্যাপটার’। নাম থেকে ধারণা করা যায়, এটি হতে পারে এ সিরিজের শেষ ছবি।

শাহরুখ খানের শেষ কয়েকটি ছবি ব্যাপক জনপ্রিয়তা পায়নি, ফলে আয়ও তেমন আসেনি। বড় বাজেটের ছবি ব্যর্থ হওয়ার প্রভাব পড়তে শুরু করেছে তাঁর ক্যারিয়ারে। এমনকি নিজের ব্র্যান্ডও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় ব্যর্থতার দায় ঘোচাতে দ্রুত নতুন কাজে মন দিতে চান তিনি। রাকেশ শর্মা জীবনীভিত্তিক ছবি ‘সারে জাহা সে আচ্ছা’র কাজ নিয়ে চিন্তিত দেখা গেছে তাঁকে। যদিও ছবিটি নিয়ে তেমন কোনো আপডেট এখনো পাওয়া যায়নি। ফারহান আখতারকে জানিয়ে দিয়েছেন শাহরুখ ‘সারে জাহা সে আচ্ছা’ শেষ না করে ‘ডন থ্রি’র শুটিং করবেন না তিনি। ফারহানও রাজি। কিন্তু কবে শুরু হচ্ছে, সেটা কেউ বলতে পারছেন না।

‘ডন’-এর প্রথম ছবি মুক্তি পায় ২০০৬ সালে। ব্যাপক জনপ্রিয়তা পায় সেটি। ২০১১ সালে ‘ডন টু’ ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু তৃতীয় ছবি ‘ডন: দ্য ফাইনাল চ্যাপটার’-এ থাকছেন না তিনি। কারণ এ ছবির গল্পে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। যদিও মূল চরিত্রে কাজ করা অভিনেত্রী এখনো ঠিক হয়নি। তবে এতে শাহরুখের সঙ্গে দেখা যাবে ফারহান আখতারকেও। পিঙ্কভিলা

তারিখ সিলেক্ট করে খুজুন