ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. রেজাউল করীমের সন্ধান ও মুক্তির দাবীতে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তর শাখা। আজ সকালে রাজধানীর যুমনা ফিউচার পার্কের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কুড়িল চৌরাস্তায় গিয়ে সমাবেশে মিলিত হয়। শাখা সভাপতি আজিজুল ইসলাম সজীবের নেতৃত্বে মিছিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সালাউদ্দিন আইউবি । এছাড়াও শাখা সেক্রেটারী মুস্তাফিজুর রহমান সহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেয়।
সমাবেশে ছাত্রনেতা সালাউদ্দিন আইউবি বলেন, দেশের মানুষ যখন ব্যর্থ সরকার বিদায় দেওয়ার প্রতিক্ষণ গুনছে, ঠিক সেই মহুর্তে সরকার দেশের একের পর এক জনপ্রিয় নেতৃবৃন্দ কে রাতের অন্ধকারে অন্যায় ভাবে গ্রেফতার করছে। ঠিক তেমনি ভাবে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রেজাউল করীম কে গ্রেফতার করে নিজেদের পতন ঠেকাতে চাচ্ছে। আইনের প্রতি নূন্যতম তোয়াক্কা না করে আজ পর্যন্ত তাকে আদালতে হাজির না করে সরকার ধারাবাহিক ভাবে আদালত অবমাননা করে যাচ্ছে।
তিনি সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে রেজাউল করীম সহ রাজ বন্দিদের নির্বাচনের পূর্বে মুক্তি দিন, দিতে হবে। অন্যথায় বাংলার ছাত্র সমাজ সরকারের অন্যায় কর্মকান্ডের উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে বাধ্য হবে।
“ রাজনীতি” বিভাগের আরো খবর