একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের ধানের শীষের মনোনিত প্রার্থী ডা.শফিকুর রহমানের অন্যতম নির্বাচনী সমন্বয়ক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারী ড.মুহাম্মাদ রেজাউল করিম ও তার গাড়ী ড্রাইভার মুহাম্মাদ মুহিবুল্লাহর সাথে গতকাল ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭.২০টার পর থেকে সন্ধান পাওয়া যাচ্ছে না।
জামায়াতে ইসলামীর দাবী গতকাল মিরপুরে নির্বাচনী বিভিন্ন প্রোগ্রামাদি শেষ করে ঢাকা মেট্রো গ-২৬-৬৯১৯ গাড়ী যোগে রেজাউল করীম বাড়ী ফিরছিলেন । তারপর থেকে তার সাথে পরিবার ও সংগঠনের নেতৃবৃন্দের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে রেজাউল করীমের সন্ধান না পেয়ে তার ৩ শিশু সন্তান,বৃদ্ধা মা ও স্ত্রীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়ছে।
রেজাউল করীমের অবিলম্ভে সন্ধান দাবী করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য প্রশাসনসহ আইন- শৃংখলা বাহিনীর কাছে অনুরোধ জানিয়েছেন জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি দেশবাসীর কাছে ড.রেজাউল করিম ও মুহিবুল্লাহর নিরাপত্তা, কল্যাণময় জীবন কামনা ও তাড়াতাড়ি তারা যেন পরিবারের মাঝে ফিরে আসতে পারেন সেজন্য মহান আল্লাহর রহমত কামনায় দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।
“ রাজনীতি” বিভাগের আরো খবর