ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। সোমবার বেলা ১১টায় রাজধানীর বারিধারার একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা পরিষদের জয়নাল আবেদিন ফারুক, হারুনুর রশিদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ডেইলি স্টারের সাবেক সম্পাদক আবু সাঈদ।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে ছিলেন এরিক বিজরনাল্ড, কেটি ক্রোক, কারেন মিলার।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে আজকের বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বিএনপি নেতারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের বিষয়টি তুলে ধরেন বলে সূত্র জানিয়েছে।
“ রাজনীতি” বিভাগের আরো খবর