ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মুক্তি পেলেন সাবেক বিডিআরের ২৭ সদস্য Logo ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে সড়কে অবস্থান Logo রুয়েটে টেন্ডার কার্যক্রম নিয়ে অপপ্রচারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিবাদ ও আইনি পদক্ষেপের ঘোষণা Logo রাজধানীতে যেসব স্থানে কোরবানির পশুর হাট বসবে Logo দুপুরে মধ্যে যেসব জায়গায় ৮০ কিমি বেগে ঝড় হতে পারে Logo দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তা না ছাড়ার ঘোষণা জবি শিক্ষার্থীদের Logo গাজায় ইসরায়েলি বর্বর হামলায় নিহত আরও ২০ ফিলিস্তিনি Logo ‘বিয়ে না হওয়া পর্যন্ত এ বাড়ি থেকে যাব না’ Logo কুড়িগ্রামে সীমান্তে বজ্রপাতে বিজিবির সদস্যের মৃত্যু Logo উপদেষ্টা মাহফুজকে মানসিক কাউন্সেলিং করার পরামর্শ জবি ছাত্রদল সদস্য সচিবের

নোয়াখালীতে ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নোয়াখালীর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের বার্লিংটনের মোড়ের দক্ষিণে বসুন্ধরা কলোনির কচি ডাক্তারের বাসার দোতলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, স্বামী মেহেদি হাসান শুভ (২২), তিনি সদর উপজেলার দাদপুর ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে ও তার স্ত্রী তামান্না ইসলাম (১৬), তিনি পৌর এলাকার লিটনের মেয়ে। সম্পর্কে তারা খালাতো ভাই-বোনও ছিলেন। দুলাল মিয়া তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন।

নিহত তামান্নার ভাই হোসেন আহমেদ নোমান বলেন, খালাতো ভাই-বোন হওয়ার সুবাদে তাদের মধ্যে জানাশোনা ও প্রেমের সম্পর্ক ছিল। এক বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে শুভ ভাই আপুসহ আমাদের সঙ্গে থাকতেন। আজ সকালে উনাদের রুমের কোনো সাড়াশব্দ না পেয়ে ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে খবর দেই। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, একই ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা স্বামী-স্ত্রী হলেও সম্পর্কে খালাতো ভাই-বোন ছিলেন। প্রথমে স্বামী তার স্ত্রীর গলা কেটে হত্যা করে। তারপর নিজে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। তদন্ত অব্যাহত আছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মুক্তি পেলেন সাবেক বিডিআরের ২৭ সদস্য

নোয়াখালীতে ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:১৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪

নোয়াখালীর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের বার্লিংটনের মোড়ের দক্ষিণে বসুন্ধরা কলোনির কচি ডাক্তারের বাসার দোতলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, স্বামী মেহেদি হাসান শুভ (২২), তিনি সদর উপজেলার দাদপুর ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে ও তার স্ত্রী তামান্না ইসলাম (১৬), তিনি পৌর এলাকার লিটনের মেয়ে। সম্পর্কে তারা খালাতো ভাই-বোনও ছিলেন। দুলাল মিয়া তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন।

নিহত তামান্নার ভাই হোসেন আহমেদ নোমান বলেন, খালাতো ভাই-বোন হওয়ার সুবাদে তাদের মধ্যে জানাশোনা ও প্রেমের সম্পর্ক ছিল। এক বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে শুভ ভাই আপুসহ আমাদের সঙ্গে থাকতেন। আজ সকালে উনাদের রুমের কোনো সাড়াশব্দ না পেয়ে ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে খবর দেই। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, একই ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা স্বামী-স্ত্রী হলেও সম্পর্কে খালাতো ভাই-বোন ছিলেন। প্রথমে স্বামী তার স্ত্রীর গলা কেটে হত্যা করে। তারপর নিজে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। তদন্ত অব্যাহত আছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।