ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কৃষকদল সভাপতিকে হত্যার পর ২০ হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ Logo জাতীয় সরকারের দাবিতে মশাল মিছিলে উত্তাল ঢাবি Logo জাতীয় ঐক্য সমুন্নত রাখার আহ্বান ইসলামী ছাত্রশিবিরের Logo প্রধান উপদেষ্টার সঙ্গে আগামীকাল জামায়াতে ইসলামীর সাক্ষাৎ Logo প্রধান উপদেষ্টা প্রদত্ত টাইম ফ্রেমেই নির্বাচন হতে হবে: সেলিম উদ্দিন Logo কুষ্টিয়ায় নারী বিষয়ক সংস্করার কমিশন বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ মিছিল Logo আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে: নাহিদ ইসলাম Logo কামরাঙ্গীরচরের আতঙ্ক মুন্না গ্যাংয়ের ৬ সদস্য সেনা অভিযানে আটক Logo ১/১১-এর পুনরাবৃত্তি চাই না, দেশের অপূরণীয় ক্ষতি হবে: সাবেক সেনাপ্রধান Logo অবশেষে কি দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক সারওয়ার !

মৃত্যুর স্মরণ আখেরাতের প্রস্তুতিতে সহায়ক

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১১:৪৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
  • 211

মৃত্যুর স্মরণ আখেরাতের প্রস্তুতিতে সহায়ক

মত্যু স্মরণ করলে দুনিয়ার আকর্ষণ কমে যায়। আখেরাতের স্মরণ অন্তরে জাগরুক হয়। নেক আমলে আগ্রহ বাড়ে। তাই কোরআনে বারবার মৃত্যুর কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। হাদিসে মৃত্যুর কথা আলোচনা করতে, মৃত্যু স্মরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
أكثِرُوا ذكرَ هادِمِ اللذَّاتِ . يعني : الموتَ
তোমরা স্বাদ হরণকারী বিষয় অর্থাৎ মৃত্যুর আলোচনা বেশি বেশি কর। (সুনানে তিরমিজি: ২৩০৭)

আরেকটি হাদিসে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কবর জিয়ারত করতে নির্দেষ দিয়েছেন। এর কারণ হিসেবে উল্লেখ করেছেন যে, এটা দুনিয়ার আকর্ষণ কমিয়ে দেয় ও পরকালের কথা স্মরণ করায়। অর্থাৎ মৃত্যুর কথা স্মরণ করার কারণে আখেরাতের স্মরণও অন্তরে জাগরুক হয়।

কবরস্থানে গিয়ে অতিরিক্ত আবেগ প্রকাশ ও শরিয়ত-নিষিদ্ধ কাজকর্ম ঠেকাতে একবার রাসুল (সা.) কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়ে তিনি বলেন,

كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا فَإِنَّهَا تُزَهِّدُ فِي الدُّنْيَا وتذكر الْآخِرَة
আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন থেকে তোমরা কবর জিয়ারত কর। কারণ কবর জিয়ারত দুনিয়ার আকর্ষণ কমিয়ে দেয় ও পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। (সুনানে ইবনে মাজা: ১৫৭১)

রাসুল (সা.) মাঝে মাঝেই সাহাবিদের কবরস্থান জান্নাতুল বাকিতে যেতেন এবং বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করতেন, কবরবাসীদের জন্য দোয়া করতেন।

জনপ্রিয় সংবাদ

কৃষকদল সভাপতিকে হত্যার পর ২০ হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ

মৃত্যুর স্মরণ আখেরাতের প্রস্তুতিতে সহায়ক

আপডেট সময় ১১:৪৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪

মত্যু স্মরণ করলে দুনিয়ার আকর্ষণ কমে যায়। আখেরাতের স্মরণ অন্তরে জাগরুক হয়। নেক আমলে আগ্রহ বাড়ে। তাই কোরআনে বারবার মৃত্যুর কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। হাদিসে মৃত্যুর কথা আলোচনা করতে, মৃত্যু স্মরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
أكثِرُوا ذكرَ هادِمِ اللذَّاتِ . يعني : الموتَ
তোমরা স্বাদ হরণকারী বিষয় অর্থাৎ মৃত্যুর আলোচনা বেশি বেশি কর। (সুনানে তিরমিজি: ২৩০৭)

আরেকটি হাদিসে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কবর জিয়ারত করতে নির্দেষ দিয়েছেন। এর কারণ হিসেবে উল্লেখ করেছেন যে, এটা দুনিয়ার আকর্ষণ কমিয়ে দেয় ও পরকালের কথা স্মরণ করায়। অর্থাৎ মৃত্যুর কথা স্মরণ করার কারণে আখেরাতের স্মরণও অন্তরে জাগরুক হয়।

কবরস্থানে গিয়ে অতিরিক্ত আবেগ প্রকাশ ও শরিয়ত-নিষিদ্ধ কাজকর্ম ঠেকাতে একবার রাসুল (সা.) কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়ে তিনি বলেন,

كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ زِيَارَةِ الْقُبُورِ فَزُورُوهَا فَإِنَّهَا تُزَهِّدُ فِي الدُّنْيَا وتذكر الْآخِرَة
আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। এখন থেকে তোমরা কবর জিয়ারত কর। কারণ কবর জিয়ারত দুনিয়ার আকর্ষণ কমিয়ে দেয় ও পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। (সুনানে ইবনে মাজা: ১৫৭১)

রাসুল (সা.) মাঝে মাঝেই সাহাবিদের কবরস্থান জান্নাতুল বাকিতে যেতেন এবং বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করতেন, কবরবাসীদের জন্য দোয়া করতেন।