লাকড়ি না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক হল সুপারভাইজারকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে ছাত্রলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে।
সোমবার (২২ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম আহমদ সৈয়দ। তিনি বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সিনিয়র হল সুপারভাইজার।
অভিযুক্ত ইসহাক আলম ফরহাদ শাখা ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক এবং উপগ্রুপ সিক্সটি নাইনের কর্মী। তিনি অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র।
হল সূত্রে জানা যায়, ছাত্রলীগের কয়েকজন কর্মী হলের রান্নার জন্য রাখা লাকড়ি নিয়ে যেতে চায়। এসময় ভুক্তভোগী বাধা দেন। এতে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে তারা সেখান থেকে চলে যায় এবং অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে ডেকে আনে। পরে ওই নেতা হল সুপারভাইজারকে থাপ্পড় মারেন।
হল সুপারভাইজার আহমদ সৈয়দ বলেন, ‘আমরা কিছু লাকড়ি রেখেছিলাম। তারা (ছাত্রলীগ) কয়েকজন সেগুলো নিয়ে যেতে চায়। আমি বাধা দেওয়ায় তাদের এক নেতা এসে নেতৃত্ব দেখায়, আমাকে থাপ্পড় মারে। আমার রুম থেকে কিছু কাগজপত্রও নিয়ে যায়।’
এ বিষয়ে জানতে অভিযুক্ত ইসহাক আলম ফরহাদকে কয়েকবার কল করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম শিকদার বলেন, বিষয়টি শুনেছি, তবে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।