ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছার ভাবকীর মোড় এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুজন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আজ সোমবার দুপুর ২টার দিকে ভাবকীর মোড় সংলগ্ন চেরুমন্ডল নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলো মুক্তাগাছা উপজেলার গোরশাইল গ্রামের অটোরিকশার চালক মৃণাল (৬০), হাসিনা বেগম (৪০) ও তাঁর মেয়ে আদিবা খাতুন (৩)।
স্থানীয়দের বরাত দিয়ে মুক্তাগাছা থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, ব্যাটারিচালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে মুক্তাগাছা শহরের দিকে যাচ্ছিল। পথে দুপুর পৌন ২টার দিকে চেরুমন্ডল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হয়।
পরে পুলিশ ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে এবং আহত দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় ওই সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।