ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দেশে কূটনৈতিক সংকটের আশঙ্কা নেই: আইনমন্ত্রী

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৬:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • 276

দেশে কূটনৈতিক সংকটের আশঙ্কা নেই: আইনমন্ত্রী

নির্বাচনের পরে কোনও কূটনৈতিক সংকটের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (২২ জানুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তি‌নি।

কূটনৈতিক সংকট যেটা ছিল সেটা কী কেটে গেছে, নাকি কিছু কিছু দেশের সঙ্গে এখনো আছে- এ বিষয়ে মন্ত্রী বলেন, সংকট আমি বলবো না। আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল, সেটাই আমি বলবো। একটা কূটনৈতিক সংকট হতে পারে। কিন্তু নির্বাচনের পরে আপনারাও দেখেছেন, সেরকম কোনও সম্ভাবনাই নেই।

বৈঠকে কী আলোচনা হ‌য়ে‌ছে, জান‌তে চাইলে আনিসুল হক বলেন, প্রতিবেশি দেশ হিসেবে আমাদের যেসব ডেভেলপমেন্ট পার্টনারশিপ (উন্নয়ন অংশীদারত্ব) রয়েছে, সেসবের মধ্যে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর স্পষ্টীকরণ এগুলো সব সময় প্রয়োজন হয়। সেসব সমস্যা ও আমাদের আইনের যে অবকাঠামো- সেটা অনেকদিন আগে থেকেই (বাংলাদেশ ও ভারতের) প্রায় এক। যেসব পরিবর্তন ভারতে হয়েছে, সেসব পরিবর্তন বাংলাদেশেও সম্ভাবনা কি না, আমাদের দেশে আইনের যে পরিবর্তন করেছি সেগুলো ভারতে সম্ভাবনা আছে কি না- সেটা আমরা সব সময় আলাপ করে থাকি। আজকেও আলাপ করেছি।

‘বিশেষ করে যেটা আলাপ করেছি- উনাদের ভূপালে একটা ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি আছে। সেখানে আমাদের এক হাজার ২০৬ জন ট্রেনিং নিয়েছেন। প্রায় ২ হাজার ট্রেনিং নেবেন। আমরা একটি ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি করতে চাচ্ছি। সেখানে উনাদের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন হবে। সেগুলো নিয়েই আমরা আলাপ-আলোচনা করেছি’- জানান মন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

একইস্থানে বিএনপির দু‘পক্ষের সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

দেশে কূটনৈতিক সংকটের আশঙ্কা নেই: আইনমন্ত্রী

আপডেট সময় ০৬:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪

নির্বাচনের পরে কোনও কূটনৈতিক সংকটের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার (২২ জানুয়ারি) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তি‌নি।

কূটনৈতিক সংকট যেটা ছিল সেটা কী কেটে গেছে, নাকি কিছু কিছু দেশের সঙ্গে এখনো আছে- এ বিষয়ে মন্ত্রী বলেন, সংকট আমি বলবো না। আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল, সেটাই আমি বলবো। একটা কূটনৈতিক সংকট হতে পারে। কিন্তু নির্বাচনের পরে আপনারাও দেখেছেন, সেরকম কোনও সম্ভাবনাই নেই।

বৈঠকে কী আলোচনা হ‌য়ে‌ছে, জান‌তে চাইলে আনিসুল হক বলেন, প্রতিবেশি দেশ হিসেবে আমাদের যেসব ডেভেলপমেন্ট পার্টনারশিপ (উন্নয়ন অংশীদারত্ব) রয়েছে, সেসবের মধ্যে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর স্পষ্টীকরণ এগুলো সব সময় প্রয়োজন হয়। সেসব সমস্যা ও আমাদের আইনের যে অবকাঠামো- সেটা অনেকদিন আগে থেকেই (বাংলাদেশ ও ভারতের) প্রায় এক। যেসব পরিবর্তন ভারতে হয়েছে, সেসব পরিবর্তন বাংলাদেশেও সম্ভাবনা কি না, আমাদের দেশে আইনের যে পরিবর্তন করেছি সেগুলো ভারতে সম্ভাবনা আছে কি না- সেটা আমরা সব সময় আলাপ করে থাকি। আজকেও আলাপ করেছি।

‘বিশেষ করে যেটা আলাপ করেছি- উনাদের ভূপালে একটা ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি আছে। সেখানে আমাদের এক হাজার ২০৬ জন ট্রেনিং নিয়েছেন। প্রায় ২ হাজার ট্রেনিং নেবেন। আমরা একটি ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি করতে চাচ্ছি। সেখানে উনাদের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন হবে। সেগুলো নিয়েই আমরা আলাপ-আলোচনা করেছি’- জানান মন্ত্রী।