ঢাকা ০২:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আগের সরকার সীমান্তে ছাড় দিলেও, এখন ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo শপথের আগে ওয়াশিংটনে হাজার হাজার মানুষের ট্রাম্প-বিরোধী বিক্ষোভ Logo সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo ভোটার তালিকা হালনাগাদ শুরু সোমবার,রাজনীতির মধ্যে ঢুকতে চায় না ইসি Logo স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন হাসিনা Logo জাবিতে মহিলা হলে বহিরাগত যুবক আটক Logo শীতে কাপছে পঞ্চগড়, একদিনে ৫ ডিগ্রি তাপমাত্রা কমে ৭.৯ ডিগ্রিতে নামল Logo একইস্থানে বিএনপির দু‘পক্ষের সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ Logo থানার ভেতরে পুলিশের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল Logo যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ব্যর্থ হলে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু

অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধে শিগগির অভিযান: স্বাস্থ্যমন্ত্রী

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১০:৩৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
  • 189

অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধে শিগগির অভিযান: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সারা দেশে অবৈধভাবে গড়ে ওঠা সব স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছি, দেশে প্রকৃতপক্ষে কতগুলো অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্যকেন্দ্র আছে। যতগুলোই থাকুক না কেন, সব বন্ধ করে দিতে হবে।

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা অভিযানের আগেই নিজেরা বন্ধ করে দিলে ভালো, নাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত স্বাস্থ্যমন্ত্রীর বাল্যবন্ধু শেখ কামালসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের অন্যান্য শহিদ সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

ডা. সামন্ত লাল সেন বলেন, আমরা স্বাস্থ্যসেবা গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে কাজ করব। ঢাকা মেডিক্যালের চিকিৎসকরা যে মানের চিকিৎসা দিচ্ছেন, সে মানের চিকিৎসক ও চিকিৎসাসেবা দেশের সব জেলা-উপজেলা হাসপাতালে দেওয়া গেলে কাজ সহজ হয়ে যায়। চিকিৎসকদের সুযোগ-সুবিধা ভালো দিলে তারাও নিশ্চয়ই জেলা-উপজেলা পর্যায়ে কাজ করতে আগ্রহী হবেন। সব মিলিয়ে আমাদের লক্ষ্য হচ্ছে—দেশের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করা এবং সেটা আমরা করব। এ সময় স্বাস্থ্যমন্ত্রী ও শেখ কামালের ছোটবেলার আরেক বন্ধু বাদলসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আগের সরকার সীমান্তে ছাড় দিলেও, এখন ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধে শিগগির অভিযান: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ১০:৩৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সারা দেশে অবৈধভাবে গড়ে ওঠা সব স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছি, দেশে প্রকৃতপক্ষে কতগুলো অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও স্বাস্থ্যকেন্দ্র আছে। যতগুলোই থাকুক না কেন, সব বন্ধ করে দিতে হবে।

হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা অভিযানের আগেই নিজেরা বন্ধ করে দিলে ভালো, নাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত স্বাস্থ্যমন্ত্রীর বাল্যবন্ধু শেখ কামালসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের অন্যান্য শহিদ সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

ডা. সামন্ত লাল সেন বলেন, আমরা স্বাস্থ্যসেবা গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে কাজ করব। ঢাকা মেডিক্যালের চিকিৎসকরা যে মানের চিকিৎসা দিচ্ছেন, সে মানের চিকিৎসক ও চিকিৎসাসেবা দেশের সব জেলা-উপজেলা হাসপাতালে দেওয়া গেলে কাজ সহজ হয়ে যায়। চিকিৎসকদের সুযোগ-সুবিধা ভালো দিলে তারাও নিশ্চয়ই জেলা-উপজেলা পর্যায়ে কাজ করতে আগ্রহী হবেন। সব মিলিয়ে আমাদের লক্ষ্য হচ্ছে—দেশের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করা এবং সেটা আমরা করব। এ সময় স্বাস্থ্যমন্ত্রী ও শেখ কামালের ছোটবেলার আরেক বন্ধু বাদলসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।