ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আফগানদের বিদায়, বাংলাদেশকে নিয়েই সুপার ফোরে লঙ্কানরা Logo ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৭৭ কোটি মার্কিন ডলার Logo বড় সংগ্রহ আফগানদের, বাংলাদেশের সুপার ফোরের আশা ভাঙার পথে Logo কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল Logo নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬ Logo চাকসু নির্বাচনে “সম্প্রীতির শিক্ষার্থী জোট” নামে ছাত্রশিবিরের পূর্নাঙ্গ প্যানেল ঘোষণা Logo দুই দিনে ভারতে ৫৬.২৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি Logo ন্যাটোর হুমকির পর সামরিক পোশাকে যুদ্ধের ময়দানে পুতিন! Logo ফরিদপুরের দেশীয় অস্ত্র নিয়ে কিশোর-তরুণদের নাচানাচির ভিডিও ভাইরাল Logo বিজিবিতে চাকরি পেলেন বিএসএফের গুলিতে নিহত ফেলানীর ভাই

শেষ ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন তামিম-লিটন

শেষ ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন তামিম-লিটন

চরম অফফর্মে থাকা লিটন দাস রান পাননি নিউ জিল‌্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে। ৬ রানে ফেরেন ড্রেসিংরুমে। আউট হয়ে ড্রেসিংরুমের কাছে গিয়ে মেজাজ হারান। নিজের রাগ ঝাড়েন ব‌্যাটের ওপর। দুইবার আঘাত করে ভাঙেন ব‌্যাট। বাইরে ফেলেই ঢুকে যান ভেতরে। লিটন রানে নেই দীর্ঘদিন। সামনে বিশ্বকাপ। অথচ ওপেনিংয়ে এখনো থিতু হতে পারেনি বাংলাদেশ।

নিজেকে সময় দিতে ডানহাতি ব‌্যাটসম‌্যান নিউ জিল‌্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন। শনিবার দলের সঙ্গে রাতে হোটেলে ফিরলেও আজ বেরিয়ে যাওয়ার কথা রয়েছে। শুধু লিটন নন, শেষ ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন দলে ফেরা তামিম ইকবালও। লম্বা সময় পর ইনজুরি থেকে ফিরে কাল ব‌্যাটিং করেছেন তামিম।

সংবাদ সম্মেলনে এসে নিজেই স্বীকার করেছেন তার শরীরে অস্বস্তি আছে। ব‌্যাটিংয়ে আত্মবিশ্বাস পেলেও জড়তা এখনও আছে। ৪৪ রানে তার ফেরার ইনিংসটি থামে সোধীর বলে উইকেটের পেছনে ক‌্যাচ দিয়ে। বিসিবি সূত্রে জানা গেছে, এই দুই ওপেনারকে ছাড়াই আগামী ২৬ সেপ্টেম্বর সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

দলে ব‌্যাকআপ ক্রিকেটার রয়েছে। এনামুল হক বিজয়, জাকির হাসান সুযোগ পেতে পারেন। এছাড়া তানজিদ, সৌম‌্যরাও আরেকটি সুযোগ পাবেন বলার অপেক্ষা রাখে না। তৃতীয় ওয়ানডের জন‌্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও দল ঘোষণা করেনি। নতুন কাউকে বিসিবি যুক্ত করলে অবাক হওয়ার কিছু থাকবে না।

জনপ্রিয় সংবাদ

আফগানদের বিদায়, বাংলাদেশকে নিয়েই সুপার ফোরে লঙ্কানরা

শেষ ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন তামিম-লিটন

আপডেট সময় ০১:০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

চরম অফফর্মে থাকা লিটন দাস রান পাননি নিউ জিল‌্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে। ৬ রানে ফেরেন ড্রেসিংরুমে। আউট হয়ে ড্রেসিংরুমের কাছে গিয়ে মেজাজ হারান। নিজের রাগ ঝাড়েন ব‌্যাটের ওপর। দুইবার আঘাত করে ভাঙেন ব‌্যাট। বাইরে ফেলেই ঢুকে যান ভেতরে। লিটন রানে নেই দীর্ঘদিন। সামনে বিশ্বকাপ। অথচ ওপেনিংয়ে এখনো থিতু হতে পারেনি বাংলাদেশ।

নিজেকে সময় দিতে ডানহাতি ব‌্যাটসম‌্যান নিউ জিল‌্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন। শনিবার দলের সঙ্গে রাতে হোটেলে ফিরলেও আজ বেরিয়ে যাওয়ার কথা রয়েছে। শুধু লিটন নন, শেষ ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন দলে ফেরা তামিম ইকবালও। লম্বা সময় পর ইনজুরি থেকে ফিরে কাল ব‌্যাটিং করেছেন তামিম।

সংবাদ সম্মেলনে এসে নিজেই স্বীকার করেছেন তার শরীরে অস্বস্তি আছে। ব‌্যাটিংয়ে আত্মবিশ্বাস পেলেও জড়তা এখনও আছে। ৪৪ রানে তার ফেরার ইনিংসটি থামে সোধীর বলে উইকেটের পেছনে ক‌্যাচ দিয়ে। বিসিবি সূত্রে জানা গেছে, এই দুই ওপেনারকে ছাড়াই আগামী ২৬ সেপ্টেম্বর সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

দলে ব‌্যাকআপ ক্রিকেটার রয়েছে। এনামুল হক বিজয়, জাকির হাসান সুযোগ পেতে পারেন। এছাড়া তানজিদ, সৌম‌্যরাও আরেকটি সুযোগ পাবেন বলার অপেক্ষা রাখে না। তৃতীয় ওয়ানডের জন‌্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও দল ঘোষণা করেনি। নতুন কাউকে বিসিবি যুক্ত করলে অবাক হওয়ার কিছু থাকবে না।