পাকিস্তানের জাতীয় নির্বাচন সামনে রেখে পিটিআইয়ের দুটি পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এখন দলটির তৃতীয় পরিকল্পনা প্রস্তুত। পিটিআই তৃতীয় পরিকল্পনার মাধ্যমে আগামী ৮ ফেব্রুয়ারির নির্বাচনে সবাইকে চমকে দেবে। পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান এসব কথা বলেছেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারী) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে কথা এসব বলেন। এই কারাগারে স্থাপিত আদালতে তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার বিচারকাজ চলছে।
৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা। দুর্নীতির মামলায় সাজার জেরে আইনগত কারণে নির্বাচনে লড়তে পারছেন না ইমরান। আগামী নির্বাচনে পিটিআই তার দলীয় ‘ব্যাট’ প্রতীকও পাচ্ছে না।
তৃতীয় পরিকল্পনা বলতে কী বোঝাতে চেয়েছেন, তা বিশদভাবে বলেননি ইমরান খান। কিন্তু এক দিন আগে তার দলের বর্তমান চেয়ারম্যান গহর আলী খান বলেছিলেন, এই পরিকল্পনা দলের সংরক্ষিত আসনগুলো ধরে রাখার সঙ্গে সংশ্লিষ্ট।
ইমরান গতকাল আরও বলেন, তার দলের নেতৃত্ব জানতেন যে ষড়যন্ত্রকারীরা তাদের পরিকল্পনা নস্যাৎ করবেন। তাই তারা দলের বিকল্প কৌশলগুলো নিয়ে কাজ করেন।