ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক Logo যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ Logo আ.লীগ নিষিদ্ধের দাবিতে পদ্মা সেতু ব্লকেড কর্মসূচি পালন Logo অনলাইন জুয়ায় গাড়ি-বাড়ি হারিয়ে যুবকের দুধ দিয়ে তওবার গোসল Logo লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ভাই হিসেবে মেরেছি Logo ভারতের অপারেশন সিঁদুরের পাল্টা জবাবে পাকিস্তানের ‘বুনিয়ান-উন-মারসুস’ Logo ভারতে ৪ টিভি চ্যানেল বন্ধ: ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেবে সরকার Logo উপশাখা দায়িত্বশীলদের নিয়ে অর্ধদিবসব্যাপী কর্মশালা Logo তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশের ৬ বিভাগ Logo পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রক কমিটির জরুরি বৈঠক ডেকেছেন শেহবাজ

প্রবাসীর স্ত্রীর ঘরে মিলল আওয়ামীলীগ নেতার লাশ

নিহত আওয়ামীলীগ নেতা

ঝালকাঠি পৌর এলাকায় এক আওয়ামী লীগ নেতার মরদেহ তার প্রতিবেশী সৌদি প্রবাসীর ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে সৌদি প্রবাসীর ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিপন মল্লিক (৫০) পৌর এলাকার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি একই এলাকার মৃত আবদুল মল্লিকের ছেলে। তবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।

বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্ড কাউন্সিলর এসএম আল আমিন। স্থানীয়রা জানিয়েছেন, প্রবাসী কামাল উদ্দিনের স্ত্রী শিরিন আক্তারের সঙ্গে রিপন মল্লিকের পরকীয়ার সম্পর্ক ছিল। এ ঘটনায় শিরিন আক্তারকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, কৃষ্ণকাঠি মল্লিক বাড়ির বাসিন্দা আওয়ামী লীগ নেতা রিপন মল্লিক প্রায়ই সৌদি প্রবাসী কামালের স্ত্রী শিরিন আক্তারের ঘরে আসা যাওয়া করতেন। শিরিনের ছেলে ইমন হোসেন গত ৪ দিন আগে ঢাকায় যায়। শিরিন ঘটনার দিন তার ঘরে একা ছিলেন।

প্রতিবেশী হারিছ হোসেন বলেন, রাত সাড়ে ১০টায় শিরিন তার ঘরের ভেতর থেকে চিৎকার দেন। এ সময় আমিসহ আশপাশের মানুষ ঘরে ঢুকে দেখি রিপন মল্লিক অর্ধ উলঙ্গবস্থায় মেঝেতে পড়ে আছেন। সবাই মিলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানের ডাক্তার রিপনকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মুহিতুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গ পরকীয়ার কোনো কারণ থাকতে পারে। আমরা শিরিন নামের ওই নারীকে আটক করেছি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

প্রবাসীর স্ত্রীর ঘরে মিলল আওয়ামীলীগ নেতার লাশ

আপডেট সময় ০৫:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪

ঝালকাঠি পৌর এলাকায় এক আওয়ামী লীগ নেতার মরদেহ তার প্রতিবেশী সৌদি প্রবাসীর ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ জানুয়ারি) রাত ১০টার দিকে সৌদি প্রবাসীর ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিপন মল্লিক (৫০) পৌর এলাকার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি একই এলাকার মৃত আবদুল মল্লিকের ছেলে। তবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।

বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্ড কাউন্সিলর এসএম আল আমিন। স্থানীয়রা জানিয়েছেন, প্রবাসী কামাল উদ্দিনের স্ত্রী শিরিন আক্তারের সঙ্গে রিপন মল্লিকের পরকীয়ার সম্পর্ক ছিল। এ ঘটনায় শিরিন আক্তারকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, কৃষ্ণকাঠি মল্লিক বাড়ির বাসিন্দা আওয়ামী লীগ নেতা রিপন মল্লিক প্রায়ই সৌদি প্রবাসী কামালের স্ত্রী শিরিন আক্তারের ঘরে আসা যাওয়া করতেন। শিরিনের ছেলে ইমন হোসেন গত ৪ দিন আগে ঢাকায় যায়। শিরিন ঘটনার দিন তার ঘরে একা ছিলেন।

প্রতিবেশী হারিছ হোসেন বলেন, রাত সাড়ে ১০টায় শিরিন তার ঘরের ভেতর থেকে চিৎকার দেন। এ সময় আমিসহ আশপাশের মানুষ ঘরে ঢুকে দেখি রিপন মল্লিক অর্ধ উলঙ্গবস্থায় মেঝেতে পড়ে আছেন। সবাই মিলে তাকে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানের ডাক্তার রিপনকে মৃত ঘোষণা করেন।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মুহিতুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গ পরকীয়ার কোনো কারণ থাকতে পারে। আমরা শিরিন নামের ওই নারীকে আটক করেছি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।