ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জেলেনস্কি চাইলে এখনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন: ট্রাম্প Logo গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে লাখো মানুষের বিক্ষোভে উত্তাল ইসরায়েল Logo চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের Logo ১৫ আগস্টের শ্রদ্ধার আড়ালে ঘটেছে ভয়াবহ ষড়যন্ত্র : জুলকারনাইন সায়ের Logo শিক্ষককে মারধর করে বাজারে ঘোরালেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা Logo দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে Logo পাচার হওয়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির ‘তথ্য’ প্রধান উপদেষ্টার হাতে Logo টিভিতে যে খেলা দেখবেন আজ Logo সভাপতির পর এবার প্রকাশ্যে ববি শিবিরের দপ্তর সম্পাদক Logo রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা এই পুলিশকে বিএনপির পুলিশ বানাবো না: জি কে গউছ

নিউক্যাসলের বিপক্ষে ম্যানসিটির কষ্টার্জিত জয়

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১১:৫০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • 234

নিউক্যাসলের বিপক্ষে ম্যান সিটির কষ্টার্জিত জয়

প্রথমে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। পরে সমতায় ফিরলেও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিল তারা। তবে বদলি হিসেবে মাঠে নেমেই কেভিন ডি ব্রুইন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন। তার গোলেই সমতায় ফেরে সিটি। এরপর ইনজুরি সময়ের গোলে নিউ ক্যাসলের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় নিয়েই ঘরে ফিরেছে ম্যানচেস্টার সিটি।

সেন্ট জেমস পার্কে মৌসুমের প্রথম গোল করেন কেভিন ডি ব্রুইন। মাঝে দীর্ঘদিন ইনজুরিতে থাকার কারণে মাঠেই থাকতে পারেননি। তার অনুপস্থিতিতে ভুগতে হয়েছে ম্যানসিটিকেও। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৪৩। ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল।

ম্যাচের ৬৯তম মিনিটে মাঠে নামেন ডি ব্রুইন। নেমেই (৭৪তম মিনিটে) দারুণ একটি ফিনিশিং টানেন তিনি। নিচু শটে তিনি বল জড়িয়ে দেন প্রতিপক্ষের জালে। তার গোলেই ২-২ সমতায় ফেরে সিটি। এরপর ইনজুরি সময়ে ডি ব্রুইনের পাস থেকে গোল করে ম্যানসিটিকে জয় এনে দেন অস্কার বব।

২৬ মিনিটে বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে যায় সিটিজেনরা। তবে দ্রুত‌ই সমতায় ফেরে নিউ ক্যাসল। ৩৫ মিনিটে আলেকজান্ডার আইজ্যাক। ২ মিনিটের ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক ক্যাসল। এবার গোল করেন অ্যান্থোনি গর্ডন।

৭৪ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে সমতায় ফেরে ম্যানসিটি। ৯০+১ মিনিটে বই ব্রুইনের পাসে অস্কার ববের গোলে জয় নিয়ে‌ মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

জনপ্রিয় সংবাদ

জেলেনস্কি চাইলে এখনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন: ট্রাম্প

নিউক্যাসলের বিপক্ষে ম্যানসিটির কষ্টার্জিত জয়

আপডেট সময় ১১:৫০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪

প্রথমে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। পরে সমতায় ফিরলেও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিল তারা। তবে বদলি হিসেবে মাঠে নেমেই কেভিন ডি ব্রুইন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন। তার গোলেই সমতায় ফেরে সিটি। এরপর ইনজুরি সময়ের গোলে নিউ ক্যাসলের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় নিয়েই ঘরে ফিরেছে ম্যানচেস্টার সিটি।

সেন্ট জেমস পার্কে মৌসুমের প্রথম গোল করেন কেভিন ডি ব্রুইন। মাঝে দীর্ঘদিন ইনজুরিতে থাকার কারণে মাঠেই থাকতে পারেননি। তার অনুপস্থিতিতে ভুগতে হয়েছে ম্যানসিটিকেও। ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৪৩। ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল।

ম্যাচের ৬৯তম মিনিটে মাঠে নামেন ডি ব্রুইন। নেমেই (৭৪তম মিনিটে) দারুণ একটি ফিনিশিং টানেন তিনি। নিচু শটে তিনি বল জড়িয়ে দেন প্রতিপক্ষের জালে। তার গোলেই ২-২ সমতায় ফেরে সিটি। এরপর ইনজুরি সময়ে ডি ব্রুইনের পাস থেকে গোল করে ম্যানসিটিকে জয় এনে দেন অস্কার বব।

২৬ মিনিটে বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে যায় সিটিজেনরা। তবে দ্রুত‌ই সমতায় ফেরে নিউ ক্যাসল। ৩৫ মিনিটে আলেকজান্ডার আইজ্যাক। ২ মিনিটের ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক ক্যাসল। এবার গোল করেন অ্যান্থোনি গর্ডন।

৭৪ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে সমতায় ফেরে ম্যানসিটি। ৯০+১ মিনিটে বই ব্রুইনের পাসে অস্কার ববের গোলে জয় নিয়ে‌ মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।