ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহ-৩ আসনের স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

নির্বাচনে অনিয়মের অভিযোগে বন্ধ হয়ে যাওয়া ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলেছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। এর মধ্যে, পুরুষ ১৫৩০ এবং নারী ভোটার ১৫০২ জন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, স্থগিত হওয়া কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। সাতটি বুথে ভোট দিচ্ছেন ভোটাররা। পাঁচ স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে কেন্দ্র ও আশপাশের এলাকায়।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ভোটের দিন বিকেলে দুই দফা এ কেন্দ্রে হামলা চালায় দুর্বৃত্তরা। ভোটের বাক্স ভেঙে ব্যালট পেপার ছিনতাই হয়ে যাওয়ায় এ কেন্দ্রের ভোট গণনা ও ময়মনসিংহ-৩ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখে নির্বাচন কমিশন।

এ আসনে ৯২টি কেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩,১৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ৫২,২১১ ভোট পেয়েছেন। পপি ৯৮৫ ভোটে এগিয়ে আছেন। গৌরীপুরে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৯৮৫ জন।

জনপ্রিয় সংবাদ

সাভারের ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, মালিক নিহত

ময়মনসিংহ-৩ আসনের স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

আপডেট সময় ১১:৩৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪

নির্বাচনে অনিয়মের অভিযোগে বন্ধ হয়ে যাওয়া ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলেছে।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। এর মধ্যে, পুরুষ ১৫৩০ এবং নারী ভোটার ১৫০২ জন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, স্থগিত হওয়া কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। সাতটি বুথে ভোট দিচ্ছেন ভোটাররা। পাঁচ স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে কেন্দ্র ও আশপাশের এলাকায়।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ভোটের দিন বিকেলে দুই দফা এ কেন্দ্রে হামলা চালায় দুর্বৃত্তরা। ভোটের বাক্স ভেঙে ব্যালট পেপার ছিনতাই হয়ে যাওয়ায় এ কেন্দ্রের ভোট গণনা ও ময়মনসিংহ-৩ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখে নির্বাচন কমিশন।

এ আসনে ৯২টি কেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩,১৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ৫২,২১১ ভোট পেয়েছেন। পপি ৯৮৫ ভোটে এগিয়ে আছেন। গৌরীপুরে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৯৮৫ জন।