ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ক্রীড়ামন্ত্রী হলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৯:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • 160

ক্রীড়ামন্ত্রী হলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এবার হলেন ক্রীড়ামন্ত্রী। আজই বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কিশোরগঞ্জ-৬ আসন থেকে চতুর্থবারের মতো নির্বাচিত এই সংসদ সদস্য। এত দিনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী। নাজমুল হাসানকে এই মন্ত্রণালয়ের সরাসরি মন্ত্রী বানানো হলো।

এখনো বিসিবির সভাপতি আছেন তিনি। তবে আগেই জানিয়েছিলেন, এই মেয়াদই তাঁর শেষ সেখানে। সেই মেয়াদ শেষ হওয়ার কথা আগামী বছর। তবে আজ শপথ নিতে যাওয়ার আগে তিনি জানিয়েছেন, ‘বিসিবিতে আগামী বছর আমার মেয়াদ শেষ হবে।

তবে আমি চেষ্টা করব, এ বছরই সেটা শেষ করা যায় কি না। গত মেয়াদে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন জাহিদ আহসান রাসেল। আজ সকালেই প্রতিমন্ত্রী হিসেবে সর্বশেষ অফিস করেছেন, তারপর আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান বিসিবি সভাপতি হিসেবেই নিজের পরিচয়টাকে দাঁড় করিয়েছিলেন।

ক্রীড়ামন্ত্রী হিসেবে এখন তাঁকে নজর দিতে হবে দেশের প্রতিটি খেলায়। অবশ্য বিসিবিতে থাকাকালীন অন্যান্য খেলার খেলোয়াড় বা ফেডারেশনের সহযোগিতায় তাঁকে হাত বাড়িয়ে দিতে দেখা গেছে।

জনপ্রিয় সংবাদ

একইস্থানে বিএনপির দু‘পক্ষের সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

ক্রীড়ামন্ত্রী হলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান

আপডেট সময় ০৯:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এবার হলেন ক্রীড়ামন্ত্রী। আজই বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কিশোরগঞ্জ-৬ আসন থেকে চতুর্থবারের মতো নির্বাচিত এই সংসদ সদস্য। এত দিনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী। নাজমুল হাসানকে এই মন্ত্রণালয়ের সরাসরি মন্ত্রী বানানো হলো।

এখনো বিসিবির সভাপতি আছেন তিনি। তবে আগেই জানিয়েছিলেন, এই মেয়াদই তাঁর শেষ সেখানে। সেই মেয়াদ শেষ হওয়ার কথা আগামী বছর। তবে আজ শপথ নিতে যাওয়ার আগে তিনি জানিয়েছেন, ‘বিসিবিতে আগামী বছর আমার মেয়াদ শেষ হবে।

তবে আমি চেষ্টা করব, এ বছরই সেটা শেষ করা যায় কি না। গত মেয়াদে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন জাহিদ আহসান রাসেল। আজ সকালেই প্রতিমন্ত্রী হিসেবে সর্বশেষ অফিস করেছেন, তারপর আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান বিসিবি সভাপতি হিসেবেই নিজের পরিচয়টাকে দাঁড় করিয়েছিলেন।

ক্রীড়ামন্ত্রী হিসেবে এখন তাঁকে নজর দিতে হবে দেশের প্রতিটি খেলায়। অবশ্য বিসিবিতে থাকাকালীন অন্যান্য খেলার খেলোয়াড় বা ফেডারেশনের সহযোগিতায় তাঁকে হাত বাড়িয়ে দিতে দেখা গেছে।