ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মুসলিম কিশোরীকে ধর্ষণ: জয় কুড়িসহ অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন Logo সুন্দরগঞ্জে বিএনপির দু-গ্রুপের উত্তেজনা:১৪৪ ধারা জারি Logo আবারও নতুন কর্মসূচি ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের Logo ছাত্রদল রাজনৈতিক দেউলিয়াত্ব বহিঃপ্রকাশ : এস এম ফরহাদ Logo রুয়েট শিক্ষার্থীদের উদ্যোগে দেশের শীর্ষ পরীক্ষাভিত্তিক অ্যাপ ‘চর্চা’ Logo উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশ পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার Logo নির্বাচনী ‘সমঝোতার’পথে ইসলামী দলগুলো, যুক্ত হতে পারে এনসিপি Logo শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনসহ ৬ দফা দাবি ইউটিএলের Logo মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ Logo মুরাদনগরে গাছের ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন জিনপিং

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০২:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • 297

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন জিনপিং

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন ও বাংলাদেশ পুরোনো বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ বলেও মন্তব্য করেছেন শি জিনপিং।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এক অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৪৯ বছরে দুই দেশ একে অপরকে সম্মান করেছে, সমান চোখে দেখেছে এবং সুবিধা ভাগাভাগি করে নিয়েছে। চীন ও বাংলাদেশ পরস্পরের মূল স্বার্থ সম্পর্কিত বিষয়গুলোকে অতীতে সর্বাত্মকভাবে সমর্থন করেছে। নিজস্ব পদ্ধতিতে উন্নয়ন ও পুনরুজ্জীবনের ধারা অব্যাহত রাখতে দুই দেশ হাত ধরাধরি করে এগিয়েছে। এতে করে দুই দেশের সাধারণ মানুষ উপকৃত হয়েছে।

গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথাও বার্তায় উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শি জিনপিংয়ের আশা, জোহানেসবার্গে যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে তারা সম্মত হয়েছেন, তা বাস্তবায়নের জন্য চীন ও বাংলাদেশ যৌথ প্রচেষ্টা চালাবে। দুই দেশ রাজনৈতিক আস্থা বাড়াবে, ঐতিহ্যগত বন্ধুত্বকে আরও উন্নীত করবে, উন্নয়ন কৌশলগুলো আরও সমন্বিত করবে, মান বজায় রেখে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নেবে। চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারীত্বকে নতুন উচ্চতায় উন্নীত করতে অব্যাহতভাবে কাজ করে যাবে। একই দিন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

মুসলিম কিশোরীকে ধর্ষণ: জয় কুড়িসহ অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন জিনপিং

আপডেট সময় ০২:৪৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন ও বাংলাদেশ পুরোনো বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ বলেও মন্তব্য করেছেন শি জিনপিং।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এক অভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৪৯ বছরে দুই দেশ একে অপরকে সম্মান করেছে, সমান চোখে দেখেছে এবং সুবিধা ভাগাভাগি করে নিয়েছে। চীন ও বাংলাদেশ পরস্পরের মূল স্বার্থ সম্পর্কিত বিষয়গুলোকে অতীতে সর্বাত্মকভাবে সমর্থন করেছে। নিজস্ব পদ্ধতিতে উন্নয়ন ও পুনরুজ্জীবনের ধারা অব্যাহত রাখতে দুই দেশ হাত ধরাধরি করে এগিয়েছে। এতে করে দুই দেশের সাধারণ মানুষ উপকৃত হয়েছে।

গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথাও বার্তায় উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শি জিনপিংয়ের আশা, জোহানেসবার্গে যেসব গুরুত্বপূর্ণ বিষয়ে তারা সম্মত হয়েছেন, তা বাস্তবায়নের জন্য চীন ও বাংলাদেশ যৌথ প্রচেষ্টা চালাবে। দুই দেশ রাজনৈতিক আস্থা বাড়াবে, ঐতিহ্যগত বন্ধুত্বকে আরও উন্নীত করবে, উন্নয়ন কৌশলগুলো আরও সমন্বিত করবে, মান বজায় রেখে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নেবে। চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারীত্বকে নতুন উচ্চতায় উন্নীত করতে অব্যাহতভাবে কাজ করে যাবে। একই দিন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।