ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রিজভীর নেতৃত্বে তালা ভেঙে বিএনপি কার্যালয়ে ঢুকলেন নেতাকর্মীরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • 185

বিএনপি কার্যালয়ে তালা ভেঙে ঢুকলেন নেতা-কর্মীরা

রাজধানীর নয়া পল্টনে থাকা দলের কেন্দ্রীয় কার্যালয়ে আড়াই মাস পর তালা ভেঙে ঢুকে পড়েছেন বিএনপির নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারী) বেলা ১১টার দিকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা কার্যালয়ে ঢুকে পড়েন। আজ বিএনপির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতেই এ তথ্য জানানো হয়।

গতকাল বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আজ বিকেল ৩টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও সেলিমা রহমানের কথা রয়েছে। তার আগেই কার্যালয়টিতে ঢুকে পড়লেন দলের নেতা-কর্মীরা।

২৮ অক্টোবর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। সমাবেশ ঘিরে প্রাণহানি ও সংঘাত হয়। ওই দিনই কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। তবে তালা কে দিয়েছিল তা এখনো পরিষ্কার নয়। সেদিন থেকে কার্যালয়টির পাশে এত দিন পুলিশের অবস্থান ছিল।

সংঘর্ষের জের ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একাধিক নেতাকে পরপর গ্রেপ্তার করা হয়। তাঁদের প্রায় সকলেই এখন কারাগারে আছেন। এ অবস্থায় গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল সেই নির্বাচন বর্জন করে। গতকাল নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন আবার নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা হয়। আজ তাঁরা শপথ নেবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রিজভীর নেতৃত্বে তালা ভেঙে বিএনপি কার্যালয়ে ঢুকলেন নেতাকর্মীরা

আপডেট সময় ১২:১৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪

রাজধানীর নয়া পল্টনে থাকা দলের কেন্দ্রীয় কার্যালয়ে আড়াই মাস পর তালা ভেঙে ঢুকে পড়েছেন বিএনপির নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারী) বেলা ১১টার দিকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা কার্যালয়ে ঢুকে পড়েন। আজ বিএনপির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতেই এ তথ্য জানানো হয়।

গতকাল বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আজ বিকেল ৩টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও সেলিমা রহমানের কথা রয়েছে। তার আগেই কার্যালয়টিতে ঢুকে পড়লেন দলের নেতা-কর্মীরা।

২৮ অক্টোবর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। সমাবেশ ঘিরে প্রাণহানি ও সংঘাত হয়। ওই দিনই কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। তবে তালা কে দিয়েছিল তা এখনো পরিষ্কার নয়। সেদিন থেকে কার্যালয়টির পাশে এত দিন পুলিশের অবস্থান ছিল।

সংঘর্ষের জের ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একাধিক নেতাকে পরপর গ্রেপ্তার করা হয়। তাঁদের প্রায় সকলেই এখন কারাগারে আছেন। এ অবস্থায় গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল সেই নির্বাচন বর্জন করে। গতকাল নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন আবার নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা হয়। আজ তাঁরা শপথ নেবেন।