ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জিএম কা‌দের ও চুন্নুর পদত্যাগ চেয়ে বিক্ষোভ

জিএম কা‌দের ও চুন্নুর পদত্যাগ চেয়ে বিক্ষোভ

নির্বাচ‌নে জাতীয় পা‌র্টির ভরাডু‌বিসহ দলে স্বেচ্ছাচারিতার অফিযোগে দল‌টির চেয়ারম‌্যান জিএম কা‌দে‌র, মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নু, কো-চেয়ারম‌্যান আনিসুল ইসলাম মাহমুদ‌, রেজাউল ইসলাম ভু্ইয়া‌র অপসারণ চে‌য়ে‌ছেন দল‌টির মাঠ প‌র্যা‌য়ের নেতাকর্মীরা।

বুধবার (১০ জানুয়ারী) জিএম কা‌দের, চুন্নু‌দের ঢাকায় আসার খবর পে‌য়ে সকাল থে‌কে তারা চেয়ারম‌্যা‌নের বনানী অফিসে ভিড় কর‌তে শুরু ক‌রেছেন।

মাঠ পর্যা‌য়ের এ‌সব নেতাকর্মী কা‌দের, চুন্নুদের বিরু‌দ্ধে ‘অ‌্যাকশন অ‌্যাকশন’, ‘কা‌দের চুন্নুর বিচার চাই’ শ্লোগান দি‌চ্ছেন। ঘেরাও ক‌রে রে‌খে‌ছেন চেয়ারম‌্যা‌নের বনানী অফিস। সেখানে বি‌ক্ষো‌ভে যোগ দিয়েছেন দ‌লের ঢাকা মহানগর উত্তর, দ‌ক্ষিণ ও আশেপাশের জেলার নেতাকর্মী‌রা।

দ‌লের কো-চেয়ারম‌্যান সৈয়দ আবু হো‌সেন বাবলা, প্রেসি‌ডিয়াম সদস‌্য সাইফু‌দ্দিন আহ‌মেদ মিলন, লিয়াকত হো‌সেন খোকা, জ‌হিরুল ইসলাম জ‌হির, জ‌হিরুল আলম রু‌বেল, সরদার শাহজাহানসহ নির্বাচ‌নে অংশ নেওয়া দ‌লের প্রার্থীরাও বিক্ষোভে আছেন ।

বিক্ষোভকারীদের সমর্থন জা‌নি‌য়ে পা‌শে দাঁড়ি‌য়ে‌ছেন দ‌লের প্রেসি‌ডিয়াম সদস‌্য সা‌হিদুর রহমান টেপা, প্রেসি‌ডিয়াম সদস‌্য ও ঢাকা মহানগর উত্ত‌রের সভাপ‌তি শ‌ফিকুল ইসলাম সেন্টু, সদস‌্য স‌চিব জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম মহাস‌চিব গোলাম মোহাম্মদ রাজুসহ দ‌লের‌ শীর্ষপর্যা‌য়ের নেতারা।

তারা কা‌দের, চুন্নু, শে‌রিফা, রেজাউল, অনিসের বিরু‌দ্ধে ক্ষোভ প্রকাশ ক‌রে দল থে‌কে অপসারণ চান। নেতাকর্মী‌দের বি‌ক্ষো‌ভে উত্তপ্ত হ‌য়ে উঠেছে সেখানকার প‌রি‌স্থি‌তি। সামাল দি‌তে পু‌লিশ অবস্থান নি‌য়ে‌ছে বনানী অফিসে। তারা অফিসের প্রবেশ পথ বন্ধ ক‌রে দি‌য়ে‌ছে। নেতাকর্মী কাউকে ঢুক‌তে দি‌চ্ছে না। নেতাকর্মীরা বাইরে অবস্থান নি‌য়ে বি‌ক্ষোভ কর‌ছেন।

এদ‌ি‌কে, উত্তপ্ত প‌রি‌স্থি‌তি টের পে‌য়ে দল‌টির চেয়ারম‌্যান ও মহাস‌চিব এখনও বনানী অফিসে আসেন‌নি। শপথ নি‌তে আজ সকা‌লে বনানী অফিসে নতুন এমপিদের নি‌য়ে বৈঠক করার কথা থাক‌লেও শপথ নি‌তে সংস‌দে চ‌লে যান। পরে বি‌রোধীদ‌লের উপ‌নেতার ক‌ক্ষে বৈঠক শেষ ক‌রে শপথ গ্রহণ ক‌রেন।

জনপ্রিয় সংবাদ

জিএম কা‌দের ও চুন্নুর পদত্যাগ চেয়ে বিক্ষোভ

আপডেট সময় ০৬:২৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪

নির্বাচ‌নে জাতীয় পা‌র্টির ভরাডু‌বিসহ দলে স্বেচ্ছাচারিতার অফিযোগে দল‌টির চেয়ারম‌্যান জিএম কা‌দে‌র, মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নু, কো-চেয়ারম‌্যান আনিসুল ইসলাম মাহমুদ‌, রেজাউল ইসলাম ভু্ইয়া‌র অপসারণ চে‌য়ে‌ছেন দল‌টির মাঠ প‌র্যা‌য়ের নেতাকর্মীরা।

বুধবার (১০ জানুয়ারী) জিএম কা‌দের, চুন্নু‌দের ঢাকায় আসার খবর পে‌য়ে সকাল থে‌কে তারা চেয়ারম‌্যা‌নের বনানী অফিসে ভিড় কর‌তে শুরু ক‌রেছেন।

মাঠ পর্যা‌য়ের এ‌সব নেতাকর্মী কা‌দের, চুন্নুদের বিরু‌দ্ধে ‘অ‌্যাকশন অ‌্যাকশন’, ‘কা‌দের চুন্নুর বিচার চাই’ শ্লোগান দি‌চ্ছেন। ঘেরাও ক‌রে রে‌খে‌ছেন চেয়ারম‌্যা‌নের বনানী অফিস। সেখানে বি‌ক্ষো‌ভে যোগ দিয়েছেন দ‌লের ঢাকা মহানগর উত্তর, দ‌ক্ষিণ ও আশেপাশের জেলার নেতাকর্মী‌রা।

দ‌লের কো-চেয়ারম‌্যান সৈয়দ আবু হো‌সেন বাবলা, প্রেসি‌ডিয়াম সদস‌্য সাইফু‌দ্দিন আহ‌মেদ মিলন, লিয়াকত হো‌সেন খোকা, জ‌হিরুল ইসলাম জ‌হির, জ‌হিরুল আলম রু‌বেল, সরদার শাহজাহানসহ নির্বাচ‌নে অংশ নেওয়া দ‌লের প্রার্থীরাও বিক্ষোভে আছেন ।

বিক্ষোভকারীদের সমর্থন জা‌নি‌য়ে পা‌শে দাঁড়ি‌য়ে‌ছেন দ‌লের প্রেসি‌ডিয়াম সদস‌্য সা‌হিদুর রহমান টেপা, প্রেসি‌ডিয়াম সদস‌্য ও ঢাকা মহানগর উত্ত‌রের সভাপ‌তি শ‌ফিকুল ইসলাম সেন্টু, সদস‌্য স‌চিব জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম মহাস‌চিব গোলাম মোহাম্মদ রাজুসহ দ‌লের‌ শীর্ষপর্যা‌য়ের নেতারা।

তারা কা‌দের, চুন্নু, শে‌রিফা, রেজাউল, অনিসের বিরু‌দ্ধে ক্ষোভ প্রকাশ ক‌রে দল থে‌কে অপসারণ চান। নেতাকর্মী‌দের বি‌ক্ষো‌ভে উত্তপ্ত হ‌য়ে উঠেছে সেখানকার প‌রি‌স্থি‌তি। সামাল দি‌তে পু‌লিশ অবস্থান নি‌য়ে‌ছে বনানী অফিসে। তারা অফিসের প্রবেশ পথ বন্ধ ক‌রে দি‌য়ে‌ছে। নেতাকর্মী কাউকে ঢুক‌তে দি‌চ্ছে না। নেতাকর্মীরা বাইরে অবস্থান নি‌য়ে বি‌ক্ষোভ কর‌ছেন।

এদ‌ি‌কে, উত্তপ্ত প‌রি‌স্থি‌তি টের পে‌য়ে দল‌টির চেয়ারম‌্যান ও মহাস‌চিব এখনও বনানী অফিসে আসেন‌নি। শপথ নি‌তে আজ সকা‌লে বনানী অফিসে নতুন এমপিদের নি‌য়ে বৈঠক করার কথা থাক‌লেও শপথ নি‌তে সংস‌দে চ‌লে যান। পরে বি‌রোধীদ‌লের উপ‌নেতার ক‌ক্ষে বৈঠক শেষ ক‌রে শপথ গ্রহণ ক‌রেন।