সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ মাহবুবুর রহমান ফেসবুক পোস্টে লিখেছেন, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষা (খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ) ২ ফেব্রুয়ারি। দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে পরীক্ষা হবে।
এর আগে গতকাল বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য ২ ফেব্রুয়ারি তারিখ ধরে আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপে পরীক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা বেশি। প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে ১০০টি কেন্দ্র বেশি। এ পরীক্ষার জন্য প্রায় ৬১৩টি কেন্দ্র ঠিক করেছি।’
প্রাথমিকের দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগে আবেদন করেছেন ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন। এবারই প্রথম আবেদন ও নিয়োগ পরীক্ষা বিভাগ ধরে ধরে নেওয়া হচ্ছে। গুচ্ছভিত্তিক এ নিয়োগে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষাও আলাদাভাবে নেওয়া হচ্ছে।
প্রাথমিকের প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৩৩৭ জন। এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা এখনো শুরু হয়নি।