ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশকে সবক দেয়ার প্রয়োজন নেই, অমর্ত্য সেনকে জামায়াত আমির Logo সত্য নয় ট্রাম্পের ২৯ মিলিয়ন ডলার অর্থায়নের অভিযোগ : পররাষ্ট্র মন্ত্রণালয় Logo জাতীয় নির্বাচনে যেকোনো মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফরম চাই: মামুনুল হক Logo স্বদিচ্ছা থাকলে জুনের মধ্যেই নির্বাচন সম্ভব: আমির খসরু Logo পুলিশের জন্য কি না করেছি, আক্ষেপ সাবেক আইজিপি শহীদুলের Logo আনোয়ারায় সড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার Logo অসুস্থ হয়ে হাসপাতালে মির্জা ফখরুল Logo রাজধানীর অগ্নিকাণ্ডে একজনের মরদেহ পড়ে ছিল বাথরুমে, ৩ জনের সিঁড়িতে Logo চেকপোস্টে ট্রাক-অ্যাম্বুল্যান্স মুখোমুখি সংঘর্ষে রোগীসহ নিহত ৩ Logo ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ, গাড়িতে আগুন

বিএনপির সঙ্গে ১২ দলীয় জোটের জরুরি বৈঠক

১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছে বিএনপি। বৈঠকে লন্ডন থেকে স্কাইপিতে জোটের নেতাদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়াও স্কাইপিতে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এক ঘণ্টা ধরে বৈঠক চলে।

বৈঠক সূত্র জানায়, সভার শুরুতেই রাজপথে অব্যাহত আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য জোট নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। সভায় চলমান আন্দোলন অব্যাহত রাখা এবং আরও কঠিন কর্মসূচি ঘোষণার আহ্বান জানান জোটের নেতারা।

জোটের এক নেতা জানান, বৈঠকে তারেক রহমান দেশবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেছেন, আমাদের ভোট বর্জনের আন্দোলন সফল হয়েছে। দেশের ৯৭ ভাগ মানুষ ভোট দিতে যায়নি। আপনারা শেখ হাসিনার লোভ-লালসায় জোট ও আন্দোলন থেকে সরে যাননি, সেজন্য আপনাদের ধন্যবাদ। আশা করছি, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। বিজয় আমাদের সুনিশ্চিত।

বৈঠকে ১২ দলীয় জোটের পক্ষে বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামসুদ্দীন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী খান আব্বাস, বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটু, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা মুফতি রশিদ বিন ওয়াক্কাস, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে সবক দেয়ার প্রয়োজন নেই, অমর্ত্য সেনকে জামায়াত আমির

বিএনপির সঙ্গে ১২ দলীয় জোটের জরুরি বৈঠক

আপডেট সময় ০৯:০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪

১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছে বিএনপি। বৈঠকে লন্ডন থেকে স্কাইপিতে জোটের নেতাদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়াও স্কাইপিতে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এক ঘণ্টা ধরে বৈঠক চলে।

বৈঠক সূত্র জানায়, সভার শুরুতেই রাজপথে অব্যাহত আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য জোট নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। সভায় চলমান আন্দোলন অব্যাহত রাখা এবং আরও কঠিন কর্মসূচি ঘোষণার আহ্বান জানান জোটের নেতারা।

জোটের এক নেতা জানান, বৈঠকে তারেক রহমান দেশবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেছেন, আমাদের ভোট বর্জনের আন্দোলন সফল হয়েছে। দেশের ৯৭ ভাগ মানুষ ভোট দিতে যায়নি। আপনারা শেখ হাসিনার লোভ-লালসায় জোট ও আন্দোলন থেকে সরে যাননি, সেজন্য আপনাদের ধন্যবাদ। আশা করছি, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। বিজয় আমাদের সুনিশ্চিত।

বৈঠকে ১২ দলীয় জোটের পক্ষে বক্তব্য রাখেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামসুদ্দীন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী খান আব্বাস, বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটু, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা মুফতি রশিদ বিন ওয়াক্কাস, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রমুখ।